Atal Bihari Vajpayee: অটলকে শ্রদ্ধা জানাতে অটুট এনডিএ শরিকরা, দেখা গেল পুরানো বন্ধু নীতীশকেও
NDA: বিরোধী শিবির 'ইন্ডিয়া' জোটকে বিশেষ বার্তা দিতে এবং নিজেদের ওজন বুঝে নিতেই এদিন বিজেপি 'সদৈব অটল' মঞ্চ বেছে নেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
নয়া দিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) পঞ্চম প্রয়াণ দিবস বুধবার। আর এদিন এক অভিনব দৃশ্যের সাক্ষী হল তাঁর স্মৃতিসৌধ ‘সদৈব অটল’। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিজেপি নেতৃত্বের পাশাপাশি এদিন NDA শরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেন দলের অন্যতম প্রয়াত নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল থেকেই বিরোধী-শিবিরে পাল্টা জোট-বার্তা দিল এনডিএ। তবে এনডিএ সদস্যদের মধ্যে বিরোধী শিবিরের (I.N.D.I.A)অন্যতম ‘মুখ’, জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও দেখা যায় ‘সদৈব অটল’-এ।
কারা বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন?
এদিন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ ‘সদৈব অটল’-এ গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধবখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিজেপি নেতৃত্ব ছিলেন। পাশাপাশি যাঁরা সদ্য এনডিএ জোটে গিয়েছেন যেমন, এনসিপি ছেড়ে আসা প্রফুল্ল প্যাটেল, অজিত পওয়ার, হিন্দুস্তান আওয়া মোর্চার প্রধান জিতেন রাম মাঝি ছিলেন। আবার আপনা দল-এর নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রধান সুদেশ মাহাত, ন্যাশনাল পিপলস পার্টির সাংসদ আগাথা সাংমা, তামিল মানিলা কংগ্রেসের প্রধান জি.কে ভাসানকেও ‘সদৈব অটলে’দেখা যায়। এছাড়া জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এদিন প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ‘সদৈব অটল’-এ যান।
জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে ও ‘সদৈব অটল’-এ স্মৃতিচারণের জন্য এদিন বিজেপির তরফে এনডিএ জোটের সমস্ত দলকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছিল। যা আগে কখনও আমন্ত্রণ জানানো হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সমমনোভাবাপন্ন দলের পাশাপাশি বিরোধীদেরও এক ছাদের নীচে নিয়ে এসে সম্মিলিতভাবে কীভাবে সরকার চালাতে হয়, সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীই দেখিয়েছিলেন। এদিন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত শরিকদের বাজপেয়ীর স্মৃতিচারণ মঞ্চে আমন্ত্রণ জানিয়ে অটলের স্মৃতিসৌধ থেকেই ‘গুরু’-র পথ অনুসরণেরই চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটকে বিশেষ বার্তা দিতে এবং নিজেদের ওজন বুঝে নিতেই এদিন বিজেপি ‘সদৈব অটল’ মঞ্চ বেছে নেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “অটলজি কোটি-কোটি হৃদয়ে রাজত্ব করেছেন…বেশ কয়েকটি প্রজন্ম তাঁর থেকে অনুপ্রাণিত হয়েছিল।” একইসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-তে জোটের সংখ্যা বেড়েছে। আমরা সকলে একসঙ্গে কাজ করছি। আমরা একসঙ্গে নির্বাচনে লড়াই করব এবং প্রধানমন্ত্রী মোদী জিতবেন।”