এক মাসের কম সময়ে দেশ জুড়ে ৮৭০০ টন অক্সিজেন পৌঁছে দিয়েছে রেল

১৩৯টি অক্সিজেন এক্সপ্রেস যাত্রা শেষ করেছে ইতিমধ্যেই। ৬টি ট্রেন ছুটছে আজ।

এক মাসের কম সময়ে দেশ জুড়ে ৮৭০০ টন অক্সিজেন পৌঁছে দিয়েছে রেল
দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে চলছে অক্সিজেন এক্সপ্রেস। ছবি:PTI
Follow Us:
| Updated on: May 15, 2021 | 10:00 PM

নয়া দিল্লি: করোনার সেকেন্ড ওয়েভে দেশ জুড়ে অক্সিজেনের অভাবে হাহাকার শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু উদ্যোগ নেয় কেন্দ্র, যার মধ্যে অন্যতম এই অক্সিজেন এক্সপ্রেস। ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন। রেল কতৃফপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ৮৭০০ টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে।

১৯ এপ্রিল প্রথম অক্সিজেন এক্সপ্রেস চালু হয়। এরপর থেকে এখনও পর্যন্ত মোট ১৩৯টি ট্রেন যাত্রা শেষ করেছে। যে সব রাজ্যে অক্সিজেনের অভাব বেশি, সেখানে অগ্রাধিকার দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার আরও ৬টি ট্রেন দৌড়চ্ছে মোট ৪৭৫ টন অক্সিজেন নিয়ে। পরিসংখ্যান দিয়ে রেল জানিয়েছে প্রত্যেকদিন গড়ে ৮০০ টন করে অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে রেলের তরফে।

আরও পড়ুন: রাজ্যের সরকারি হাসপাতালে বসছে ৩৫টি অক্সিজেন প্লান্ট, দায়িত্বে জনস্বার্থ কারিগরি দফতর

আজ, শনিবার অন্ধ্রপ্রদেশে প্রথম কোনও অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল। যাতে রয়েছে ৪০ টন অক্সিজেন। আরও ১১৮ টন অক্সিজেন যাচ্ছে কেরলে। গোরক্ষপুর, মোরাদাবাদে পাঠানো হচ্ছে যথাক্রমে ৪০ ও ৮০ টন অক্সিজেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৫২১ টন অক্সিজেন, উত্তর প্রদেশ পেয়েছে ২৩৫০ টন, মধ্যপ্রদেশে ৪৩০ টন, হরিয়ানায় ২২৮ টন, তেলেঙ্গানায় ৩০৮ টন, রাজস্থানে ৪০টন, কর্ণাটকে ৩৬১ টন, উত্তরাখণ্ডে ২০০ টন, তামিলনাড়ুতে ১১১ টন, অন্ধ্রপ্রদেশে ৪০ টন ও দিল্লিতে ৩০৮৪ টন অক্সিজেন পৌঁছেছে রেলের মাধ্যমে।

আরও পড়ুন: রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন, কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?