AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বড্ড কঠিন প্রশ্ন’, ফের ফুল মাকর্স পাওয়ার ‘দম’ ফুরিয়ে গেল NEET টপারদের?

NEET Re-examination: মে মাসে হওয়া নিট পরীক্ষায় যারা টপার ছিলেন, তাদেরও কয়েকজনকে ফের পরীক্ষায় বসতে হয়েছে। এদের মধ্যে ৬ জন পড়ুয়াকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল যেহেতু এরা একই সেন্টার থেকে পরীক্ষা দিয়েছিলেন। রবিবার তাঁরাও পরীক্ষা দেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, এবারের প্রশ্নপত্র আগের থেকেও বেশি কঠিন এসেছে।

'বড্ড কঠিন প্রশ্ন', ফের ফুল মাকর্স পাওয়ার 'দম' ফুরিয়ে গেল NEET টপারদের?
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Jun 24, 2024 | 7:00 AM
Share

নয়া দিল্লি: কেউ প্রথম স্থান অধিকার করেছিলেন, কারোর আবার নাম প্রথম দশের মধ্যে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় এমন দারুণ ফলাফল মানে তো তারা পড়াশোনায় দুর্দান্ত। তাহলে ফের পরীক্ষা দিতে ভয় কীসের? গ্রেস মার্কস বিতর্কে পুনরায় নিট পরীক্ষা ছিল রবিবার। যে ১৫৬৩ জন পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার মধ্যে ৪৮ শতাংশই পরীক্ষা দিতে এল না! যারা পরীক্ষা দিল, তাদের মনেও আতঙ্ক। ভয়, আগের পরীক্ষার মতো ভাল র‌্যাঙ্ক হবে না এই পরীক্ষায়।

এবছরের নিট পরীক্ষায় প্রথম স্থানাধিকারীর সংখ্যা ৬৭। সকলে ৭২০-তে ৭২০-ই পেয়েছে।  প্রতি বছর এই সংখ্যাটাই থাকে মেরেকেটে ২ কি ৩। এতজন প্রথম স্থানাধিকারীকে নিয়েই প্রথম প্রশ্ন ওঠে। এরপর গ্রেস মার্কস বিতর্ক, প্রশ্ন ফাঁসে অভিযোগ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সিদ্ধান্তেই গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন পড়ুয়ার ফের নিট পরীক্ষায় বসার কথা ছিল।

মে মাসে হওয়া নিট পরীক্ষায় যারা টপার ছিলেন, তাদেরও কয়েকজনকে ফের পরীক্ষায় বসতে হয়েছে। এদের মধ্যে ৬ জন পড়ুয়াকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল যেহেতু এরা একই সেন্টার থেকে পরীক্ষা দিয়েছিলেন। রবিবার তাঁরাও পরীক্ষা দেন। তবে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, এবারের প্রশ্নপত্র আগের থেকেও বেশি কঠিন এসেছে। আবার ফুল মার্কস পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এক পরীক্ষার্থী, যিনি গ্রেস মার্কসের দৌলতে প্রথম স্থান পেয়েছিলেন, রবিবার পরীক্ষা দেওয়ার পর বলেন, “গতবারের তুলনায় এবারের প্রশ্ন খুব কঠিন এসেছে। বিশেষ করে কেমিস্ট্রি। আমি উত্তর লিখে আসতে পারিনি দুটো প্রশ্নের। এর প্রভাব আমার র‌্যাঙ্কে পড়বে।”

আরেক পরীক্ষার্থী আবার বলেন, “ভাল পরীক্ষা দিয়েছি কিন্তু ফুল মার্কস পাব কি না, সন্দেহ রয়েছে। এত চিন্তা, পারিপার্শ্বিক চাপ ছিল যা আমার পারফরম্যান্স ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে।”

৭২০-তে ৭২০ পাওয়া নিট টপাররা এবার পরীক্ষায় কত পান, তা জানা যাবে ৩০ জুন। ওই দিনই পরীক্ষার ফল প্রকাশ। গ্রেস মার্কস নিয়ে এখনও ধোঁয়াশা-বিতর্ক থাকলেও, তবে নিট পরীক্ষায় যে জালিয়াতি হয়েছে, তা পুলিশি তদন্তেই উঠে এসেছে। বর্তমানে তদন্ত করছে সিবিআই।