Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kedarnath-Badrinath Temple: কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে প্রবেশে জারি নয়া নির্দেশিকা

Kedarnath Temple: মোবাইল নিয়ে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পোশাক নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছেন শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজয় আজেন্দ্র।

Kedarnath-Badrinath Temple: কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে প্রবেশে জারি নয়া নির্দেশিকা
কেদারনাথ মন্দির। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 12:03 AM

দেরাদুন: কেদারনাথ মন্দিরকে (Kedarnath Temple) সাক্ষী রেখেই প্রেমিকাকে প্রেম নিবেদন করেছিলেন প্রেমিক। তারপর সেই মুহূর্ত ভিডিয়োবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন ইউটিউবার। সেই প্রেম নিবেদনের ভিডিয়ো-ই এবার ‘কাল’ ডেকে আনল। কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে (Badrinath Temple) নিষিদ্ধ হয়েছে মোবাইল। মন্দিরে প্রবেশ করতে হলে পরতে হবে ভদ্র পোশাক। এমনই নির্দেশিকা জারি করেছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ।

সম্প্রতি কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির চত্বরে মোবাইল ব্যবহার, ছবি তোলায় নিষেধাজ্ঞার কথা জানিয়ে একটি বোর্ডে নোটিশও ঝুলিয়েছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ। ওই বোর্ডে হিন্দি ও বাংলায় নির্দেশিকায় লেখা রয়েছে, মোবাইল নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। মন্দিরের ভিতরে কোনরকম ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। আপনি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।

মোবাইল নিয়ে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পোশাক নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছেন শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজয় আজেন্দ্র। তিনি পুণ্যার্থীদের কাছে মন্দির চত্বরে শালীন পোশাক পরে প্রবেশ এবং যথাযথ ব্যবহার করার আবেদন জানিয়েছেন। তবে শুধু আবেদন করা নয়, নির্দেশিকা অমান্য করলে, কেউ ছবি বা ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি।