New Traffic Rule: নতুন বছরে নতুন নিয়ম, না মানলে মোটা টাকা জরিমানা, গাড়ি বের করার আগে জেনে রাখুন
New Traffic Rule: কীভাবে এই নিয়মের জন্য রেজিস্টার করতে হবে জেনে নিন।
নয়া দিল্লি: শুরু হয়েছে নতুন একটা বছর। বদলে গিয়েছে অনেক কিছুই। গাড়ির সুরক্ষার ক্ষেত্রে এক বদল আনার কথা বলা হয়েছিল ২০২২ সালে। আর সেই বদলের জন্য নির্ধারিত ডেডলাইনও শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার সেই নতুন নিয়ম (Traffic Rule) চালু করা না হলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে গাড়িতে লাগাতে হবে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) ও কালার কোডেড স্টিকার। মোটর ভেইকল অ্যাক্টের আওতায় থাকা সব গাড়ির ক্ষেত্রে এ নম্বর প্লেট লাগানো বাধ্য়তামূলক। ১ জানুয়ারি থেকেই এই নিয়ম লাগু হয়েছে।
পেট্রো ও সিএনজি গাড়ির ক্ষেত্রে নীল রঙের স্টিকার, ডিজেল গাড়ির ক্ষেত্রে কমলা স্টিকার, ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে নীল স্টিকার লাগাতে হবে। নতুন ধরনের নম্বর প্লেট লাগাতে খরচ পড়ছে গাড়ি পিছু ৬০০ থেকে ১১০০ টাকা। আর দু চাকার গাড়ির ক্ষেত্রে খরচ ৩৬৫ টাকা। গাড়ি চুরি হলে এই নম্বর প্লেটের মাধ্যমে সহজেই তার অবস্থান খুঁজে বের করা সম্ভব। তাই এই নিয়ম কার্যকর হলে, গাড়ি চুরি কমানো যাবে বলে মনে করা হচ্ছে।
ঠিক কী করতে হবে?
১. bookmyhsrp.com ওয়েবসাইটে গিয়ে চালককে রেজিস্টার করতে হবে।
২. প্রাইভেট বা পাবলিক পরিবহন, তা বেছে নিতে হবে।
৩. পেট্রো, ডিজেল না সিএনজি, কিসে গাড়ি চলে, তাতে ক্লিক করতে হবে।
৪. গাড়ির ক্যাটাগরি বেছে নিতে হবে। যেমন- স্কুটার, মোটরবাইক, অটো ইত্যাদি।
৫. গাড়ির সংস্থার নামের পাশাপাশি কোন রাজ্যের গাড়ি ও ডিলার সম্পর্কিত তথ্য দিতে হবে ওয়েবসাইটে।
৬. গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন সিরিয়াল নম্বর, চেসিস নম্বর ইত্যাদি দিতে হবে।
৭. পুরো প্রক্রিয়া শেষ হলে ওটিপি যাবে আপনার ফোনে। এরপর ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।
৮. নম্বর প্লেট তৈরি হয়ে গেলে আপনার ফোনে মেসেজ যাবে।