Indian Railway: বন্দে ভারতের ধাঁচেই এবার আরও একটি ট্রেন, বদলে যাবে চেহারা

Indian Railway: অপেক্ষাকৃত দ্রুতগতিতে দৌড়নোর জন্য পুশ-পুল পদ্ধতিতে চালানো হবে ট্রেন। ট্রেনের দুটি প্রান্তে থাকবে একটি করে লোকোমোটিভ। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হবে সেই লোকোমোটিভ।

Indian Railway: বন্দে ভারতের ধাঁচেই এবার আরও একটি ট্রেন, বদলে যাবে চেহারা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 6:26 AM

নয়া দিল্লি: বন্দে ভারতের পর এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আরও এক উন্নত পরিকাঠামো যুক্ত ট্রেন আনছে ভারতীয় রেল। নতুন ট্রেনের নাম এখনও ঠিক হয়নি, তবে রেল সূত্রে জানা গিয়েছে সেকেন্ড ক্লাস থ্রি টায়ার স্লিপার কোচ ও সেকেন্ড ক্লাসের অসংরক্ষিত কামরাগুলি বদলে ফেলা হবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই সব ট্রেন। এই ট্রেনে বন্দে ভারতের মতো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে বলেও জানা যাচ্ছে।

২২টি কোচের ওই ট্রেনে থাকবে ৮টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ, ১২টি নন এসি স্লিপার কার ও ২টি লাগেজ কাম গার্ড ভ্যান। ট্রেনের ভিতর ও বাইরে সাজানোর সময় মূলত স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে।

অপেক্ষাকৃত দ্রুতগতিতে দৌড়নোর জন্য পুশ-পুল পদ্ধতিতে চালানো হবে ট্রেন। ট্রেনের দুটি প্রান্তে থাকবে একটি করে লোকোমোটিভ। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে তৈরি হবে সেই লোকোমোটিভ। উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসে এই লোকোমোটিভ থাকে না।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার বিজি মাল্য জানিয়েছেন, ট্রেন তৈরির কাজ পুরোদমে চলছে। অক্টোবর মাসের শেষেই তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, আবার বন্দে ভারত মেট্রোর কাজও চলছে জোরকদমে, যে ট্রেন দুটি শহরের মধ্যে ২০০ কিমি বেগে ছুটবে।