Rajmargyatra App: পথেই জানা যাবে হাইওয়ের সব তথ্য, চালু হল ‘রাজমার্গযাত্রা’ অ্যাপ
NHAI launches Rajmargyatra app: 'রাজমার্গযাত্রা' (Rajmargyatra) নামে এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোরের থেকে যে কেউ ডাউনলোড করতে পারবেন। এখনও পর্যন্ত হিন্দি এবং ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ।
নয়া দিল্লি: কোথায় টোল প্লাজা আছে, কোথায় পেট্রোল পাম্প বা হাসপাতাল, আবহাওয়ার অবস্থাই বা কী রকম, গাড়ি অতিরিক্ত জোরে চলছে কিনা – এই সমস্ত তথ্য এখন পাওয়া যাবে একটিই মোবাইল অ্যাপে। হাইওয়েতে যাত্রীদের অনন্য পরিষেবা দিতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করল ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া’ বা এনএইচএআই (NHAI)। ‘রাজমার্গযাত্রা’ (Rajmargyatra) নামে এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোরের থেকে যে কেউ ডাউনলোড করতে পারবেন। এখনও পর্যন্ত হিন্দি এবং ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ। পরবর্তী সময়ে অন্যান্য ভারতীয় ভাষাও আনা হতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, ‘রাজমার্গযাত্রা’ একটি ইউজার-ফ্রেন্ডলি অ্যাপ। অর্থাৎ, যে কোনও স্তরের ব্যবহারকারীরা সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। শুধু তথ্য পাওয়া নয়, এই একই অ্যাপের মাধ্যমে হাইওয়ে পরিষেবা সংক্রান্ত যে কোনও অভিযোগও এই অ্যাপের মাধ্যমেই জানানো যাবে। দেখে নেওয়া যাক এই অ্যাপের প্রধান প্রধান বৈশিষ্টগুলি –
১) অত্যাবশ্যকীয় তথ্য: এনএইচএআই-এর দাবি অনুযায়ী, জাতীয় মহাসড়ক বিষয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্যের একক ভান্ডার হল এই রাজমার্গযাত্রা অ্যাপ। ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে, কোনও হাইওয়ের কাছাকাছি টোল প্লাজা, পেট্রোল পাম্প, হাসপাতাল, হোটেল এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত সকল তথ্য পাবেন। রিয়েল টাইমে আবহাওয়ার খবর এবং ট্র্যাফিক সংক্রান্ত সতর্কতাও মিলবে এই অ্যাপে।
২) অভিযোগের নিষ্পত্তি: রাজমার্গযাত্রা অ্যাপে যেমন অভিযোগ জানানো যাবে, তেমনই এই অ্যাপেই তার প্রতিকারও দেওয়া হবে। হাইওয়ে-সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে অভিযোগ জানানোর সময়, ব্যবহারকারীরা অভিযোগের সপক্ষে ছবি এবং ভিডিয়োও আপলোড করতে পারবেন। রয়েছে জিও-ট্যাগ করার সুযোগও। অর্থাৎ, অনলাইন মানচিত্রে, ঠিক কোথায় সেই ঘটনা ঘটেছে, তাও জানানো যাবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত অভিযোগগুলির সুরাহা করা হবে। দেরি হলে, স্বয়ংক্রিয়ভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ চলে যাবে। এই অ্যাপ পুরো ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আসবে বলে দাবি কেন্দ্রের।
৩) ফাস্টট্যাগ পরিষেবা: এই নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফাস্টট্যাগ (FASTag) পরিষেবার রিচার্জ করতে পারবেন। ফাস্টট্যাগের মাসিক পাসও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে। এর জন্য বিভিন্ন ব্যাঙ্কিং পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে রাজমার্গযাত্রা অ্যাপকে।
৪) নিরাপদ যাত্রা: হাইওয়েতে যাত্রা নিরাপদ করতেও এই অ্যাপে বিশেষ ব্যবস্থা রয়েছে। সরকারে বেঁধে দেওয়া গতির সীমা ছাড়িয়ে গেলেই রাজমার্গযাত্রা অ্যাপে সতর্ক করা হবে। একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট এই সতর্কবার্তা দেবে। ফলে গাড়ি চালাতে চালাতেই ব্যবহারকারীরা অতিরিক্ত গতির বিষয়ে সতর্ক হতে পারবেন।