Rahul Gandhi-Lalu Prasad Yadav: ‘শেফ’ হলেন লালু, চম্পারণ মটন সাঁটিয়ে সুপ্রিম রায়ের উদযাপন রাহুলের
INDIA Alliance: শুক্রবার রাতেই আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের কন্যা তথা সাংসদ মিশা ভারতীর দিল্লির বাসভবনে দেখা করতে যান রাহুল গান্ধী। তাঁকে দেখেই জড়িয়ে ধরেন লালু প্রসাদ।
নয়া দিল্লি: আপাতত জেলের ঘানি টানতে হবে না রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। শুক্রবারই সুপ্রিম কোর্ট (Supreme Court) মোদী পদবি নিয়ে মানহানি মামলায় (Defamation Case) রাহুলের দুই বছরের সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে। এটাকে বড় জয় বলেই দেখছেন খোদ কংগ্রেস নেতা ও তাঁর দল। শুক্রবার রাতে তাই উদযাপনও হল। বিহারের বিখ্যাত চম্পারণ মটন খেয়ে সুপ্রিম রায়ের উদযাপন করলেন রাহুল গান্ধী। তাঁর জন্য মটন রান্না করলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।
শুক্রবার রাতেই আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের কন্যা তথা সাংসদ মিশা ভারতীর দিল্লির বাসভবনে দেখা করতে যান রাহুল গান্ধী। তাঁকে দেখেই জড়িয়ে ধরেন লালু প্রসাদ। রাহুলকে ফুলের তোড়াও উপহার দেন তিনি। ছবি তোলার পর ভিতরে যান তাঁরা। উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। জানা গিয়েছে, রাহুলের কারাবাসের সাজায় স্থগিতাদেশকে উদযাপন করতে আরজেডি প্রধান নিজের হাতে মটন রান্না করেছিলেন।
आज @RahulGandhi जी ने RJD अध्यक्ष @laluprasadrjd जी से उनके दिल्ली स्थित निवास पर मुलाकात की। pic.twitter.com/NMXa4jP8hi
— Congress (@INCIndia) August 4, 2023
সম্প্রতিই ইন্ডিয়া জোট গঠন এবং একসঙ্গে লোকসভা নির্বাচনে লড়ার ঘোষণার পর গতকালের এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। সূত্রের খবর, রাজনীতি নিয়েই দুই নেতার মধ্য়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। খেতে বসেও খোশ গল্পে পেতে ওঠেন তাঁরা। জানা গিয়েছে, রাহুলের জন্য বিহার থেকে মাটন ও সমস্ত মশলাপাতি আনিয়েছিলেন লালু প্রসাদ যাদব। কীভাবে চম্পারণ মাটন রান্না করতে হয়, তাও রাহুলকে শেখান লালু।