Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nikki Yadav CCTV footage: খুনের আগে সিসিটিভিতে এই অবস্থায় ধরা পড়েছিলেন নিকি, ফ্রিজে মিলেছিল দেহ!

Nikki Yadav CCTV footage: মঙ্গলবারই, দিল্লির এক ধাবায় ফ্রিজারের মধ্য থেকে উদ্ধার করা হয়েছিল নিকি যাদবের মৃতদেহ। হত্যা রহস্যের সমাধান করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে দিল্লি পুলিশ।

Nikki Yadav CCTV footage: খুনের আগে সিসিটিভিতে এই অবস্থায় ধরা পড়েছিলেন নিকি, ফ্রিজে মিলেছিল দেহ!
সামনে এল খুনের আগে নিকি যাদবের শেষ সিসিটিভি ফুটেজ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 7:10 PM

নয়া দিল্লি: মঙ্গলবারই, দিল্লির এক ধাবায় ফ্রিজারের মধ্য থেকে উদ্ধার করা হয়েছিল নিকি যাদবের মৃতদেহ। এই হত্যা রহস্যের সমাধান করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে দিল্লি পুলিশ। নিকি যাদবের ভাড়াবাড়ির সিসিটিভির ক্যামেরার দুটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গত ৯ ফেব্রায়ারি রাত ৯টা বেজে ২৭ মিনিট পর্যন্ত তিনি বাড়িতে একাই ছিলেন। ওই ফুটেজেই মৃত্যুর আগে শেষবার দেখা গিয়েছে নিকি যাদবকে, এমনটাই দাবি পুলিশের। বুধবার, তাঁর ময়নাতদন্তের রিপোর্টও এসেছে। জানা গিয়েছে শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে যেহেতু তাঁর দেহ ফ্রিজে রাখা ছিল, তাই তাঁর মৃত্যুর সঠিক সময় নির্ধারণ করা যায়নি। আরও পরীক্ষার জন্য তাঁর ভিসেরার নমুনা সংরক্ষণ করা হয়েছে।

কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে? প্রথম ফুটেজেটি গত ৯ ফেব্রুয়ারি দুপুর ১টা বেজে ১০ মিনিটের। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কালো টপ পরা নিকি বেশ কিছু জামাকাপড় নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছেন। দ্বিতীয় ফুটেজটি রাত ৯টা বেজে ২৭ মিনিটের। সেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর ভাড়া বাড়ির দরজা দিয়ে বাইরে বের হচ্ছেন। এক মিনিটের মধ্যে আবার ফিরেও আসছেন। এই বাড়িতেই তাঁর খুনে অভিযুক্ত সাহিল গেহলটের সঙ্গে লিভ ইন করতেন নিকি।

নিকির সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও, গত ৯ ফেব্রুয়ারি অন্য এক মহিলার সঙ্গে বাগ্বান হয় সাহিলের। ওই অনুষ্ঠানের পরই নিকির ফ্ল্যাটে এসেছিল সে। তারপর দুজনে মিলে দিল্লির বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এর মধ্যে সাহিলের বিয়ে নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। সেই সময়ই প্রচন্ড রেগে গিয়ে একটি ডাটা কেবল দিয়ে নিকির গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল সাহিল। হত্যার পর মিত্রাঁও গ্রামে তাঁর নিজের ধাবাতে একটি ফ্রিজারের মধ্যে নিকির দেহ রেখে পালিয়েছিল সাহিল।

১৪ ফেব্রুয়ারি সাহিলকে গ্রেফতার করে পুলিশ। তারা জানিয়েছে, প্রথমে জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সাহিল। তবে পরে টানা জেরার মুখে ভেঙে পড়ে সে। জানায় গত ৯ তারিখ গভীর রাতে প্রেমিকাকে হত্যা করেছে। তার দেওয়া তথ্য ধরেই মিত্রাওঁ গ্রামে গিয়ে ওই ধাবার ফ্রিজ থেকে উদ্ধার করা হয় নিকি যাদবের দেহ। ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ সতীশ কুমার জানিয়েছেন, অভিযুক্ত সাহিল গেহলটকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ঘটনার রাতে তারা কোথায় কোথায় গিয়েছিল, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে।