মন্ত্রিসভার বিস্তার নিয়ে চর্চা তুঙ্গে, জল্পনা বাড়িয়ে দিল্লিতে হাজির নীতীশ কুমার
মন্ত্রিসভা বিস্তার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছেন নীতিশ কুমার। নীতিশ ঘনিষ্ঠ সাংসদ লালান সিংও নীতিশের এই সফরকে ব্যক্তিগত বলে বর্ণনা করেছেন।
জ্যোতির্ময় রায়: দিল্লিতে মোদী সরকারের মন্ত্রিসভা বিস্তার নিয়ে চর্চা তুঙে। এরই মধ্যে মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লি পৌঁছেছেন। সূত্রের খবর, দু-তিন দিন দিল্লিতেই থাকবেন তিনি। নীতীশ অবশ্য এই দিল্লি সফরকে ব্যক্তিগত সফর বলে অভিহিত করেছেন এবং মন্ত্রিসভা বিস্তার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও অস্বীকার করেছেন।
নীতীশ ঘনিষ্ঠ সাংসদ লালান সিংও নীতিশের এই সফরকে ব্যক্তিগত বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে নীতীশের এই দিল্লির সফরের সঙ্গে মন্ত্রিসভা বিস্তারের কোনও যোগসূত্র নেই। দিল্লি পৌঁছে নীতিশ জানিয়েছেন যে তিনি এখানে চোখের চিকিত্সার জন্য এসেছেন। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা তাঁর নেই। বুধবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও তিনি যোগ দিচ্ছেন না। তিনি বলেন, ‘আমরা জেডিইউ আর বিজেপি মিলে ভাল ভাবে বিহারে সরকার চালাচ্ছি, আমাদের পরস্পরের মধ্যে কোনও বিরোধ নেই।’
সূত্র বলছে, নীতীশের জন্য জেডিইউকে কেন্দ্রীয় সরকারের অংশ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল কেন্দ্র থেকে রাজ্যের জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পাওয়া। রাজনৈতিক মহলের ধারনা, নীতীশ কেন্দ্রে মন্ত্রিসভা বিস্তারের অজুহাতে বিশেষ প্যাকেজটি আদায় করতে চান, আর এই কারণেই নীতীশ মন্ত্রিমণ্ডল বিস্তার নিয়ে জোর আলোচনা করলেও বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। সূত্র বলছে যে গত মাসেও নীতিশ রাজ্যের জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ দাবি করেছিলেন। তিনি মনে করেন যে পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে এই বিশেষ প্যাকেজের বিষয়ে সাফল্য পাওয়া সম্ভব।
ওদিকে, মন্ত্রিত্ব নিয়ে দলে বিভিন্ন সুর রয়েছে। দলের জাতীয় সভাপতি আরসিপি সিং সোমবার জানান, এবার কেন্দ্রের মন্ত্রিসভা বিস্তারে জেডিইউ যোগ দেবে। নীতীশ দু-তিন দিনে দিল্লিতে থাকবেন। জেডিইউ সূত্র বলছে যে কারও সঙ্গে সাক্ষাৎ না করে নীতিশ পাটনায় ফিরবে না। বুধবার চিকিত্সকের সঙ্গে দেখা করার পরই রাজনৈতিক বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: পদ্ম শিবিরে কৈলাস-কাঁটা! রাজ্য বিজেপির বৈঠকেও অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা
সরকারি সূত্র বলছে যে এই মাসের শেষের দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিস্তারের সম্ভাবনা রয়েছে। জেডিউকে এবার দুটি পদের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনার পরে প্রস্তাবটিতে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। নীতীশের একান্ত ইচ্ছা যে মন্ত্রিসভা বিস্তারের সঙ্গে সঙ্গে রাজ্যের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে।
ইতিমধ্যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিস্তারের জন্য প্রধানমন্ত্রী মোদী দলের প্রবীণ মন্ত্রীদের নিয়ে সমস্ত মন্ত্রকের কাজের পর্যালোচনা করছেন। আপনা দল ও আন্নাদ্রমুককে নিয়েও আলোচনা হয়েছে। দিল্লিতে প্রতি সপ্তাহে বুধবার মন্ত্রিপরিষদের বৈঠক হয়, আজকের বৈঠকে বিহারের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ নিয়ে আলোচনা হতে পারে। অনুমান করা হচ্ছে, বুধবারের বৈঠকে করোনা প্রসঙ্গে মহামারীর কারণে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ক্ষতিপূরণ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।