করোনা কড়চা: উত্তর প্রদেশে আপাতত লকডাউন নয়, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল, লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন কায়েম করতে হবে।

করোনা কড়চা: উত্তর প্রদেশে আপাতত লকডাউন নয়, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ
সুপ্রিম কোর্টের কাছে কড়া ভাষায় ধমক খেল উত্তরপ্রদেশ পুলিশ
Follow Us:
| Updated on: Apr 20, 2021 | 1:01 PM

নয়া দিল্লি: আপাতত লকডাউন হচ্ছে না উত্তর প্রদেশের (Uttar Pradesh) ৫ শহরে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবারই এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল উত্তর প্রদেশ ৫ শহর, বারাণসী, লখনউ, গোরক্ষপুর, কানপুর ও প্রয়াগরাজে লকডাউন কায়েম করার। কিন্তু হাইকোর্টের এই নির্দেশ বলবৎ করার পক্ষে ছিল না যোগী সরকার।

বিবৃতি দিয়ে উত্তর প্রদেশের সরকার জানিয়েছিল, জীবনও বাঁচাতে হবে আর জীবিকাও। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যোগী প্রশাসন। সেখানে দেশের সর্বোচ্চ আদালত এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। যার ফলে আপাতত উত্তর প্রদেশে কায়েম হচ্ছে না লকডাউন।

মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল, লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন কায়েম করতে হবে। এই সময় মুদির দোকান ও ওষুধ দোকানগুলি খোলা রাখার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। নির্দেশে জানিয়েছিল, সব ধরনের ধর্মীয় সমাবেশ বাতিল করতে হবে। শপিং মল, হোটেল, রেস্টুরেন্টও এই লকডাউনের সময় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ বসাল সুপ্রিম কোর্ট। যার ফলে উত্তর প্রদেশ এখন স্বাভাবিক ছন্দেই চলবে। কিন্তু ভয়ানক ভাবে সে রাজ্যে বাড়ছে সংক্রমণের গতি।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২১১ জন। করোনা আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন ১৬৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১,৭৬১ জন। যা সর্বকালীন রেকর্ড। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষেরও বেশি মানুষ। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার ৫৮২ জন।

আরও পড়ুন: করোনা আক্রান্তরা কবে ভ্যাকসিন নিতে পারবেন? জানুন চিকিৎসকের মত