Crime News: প্রেমিককে বিয়ে করতে বলায় কপালে জুটল মার, গোপনাঙ্গে ছিটিয়ে দিল লঙ্কার গুড়ো!

Police Case: ওই যুবতীর দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে বিগত দুই বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করে। কিন্তু সম্প্রতিই যুবতীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে প্রেমিককে জানায়। কিন্তু বেঁকে বসে ওই যুবক।

Crime News: প্রেমিককে বিয়ে করতে বলায় কপালে জুটল মার, গোপনাঙ্গে ছিটিয়ে দিল লঙ্কার গুড়ো!
প্রতীকী ছবিImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 06, 2024 | 12:15 PM

নয়া দিল্লি: দীর্ঘদিনের সম্পর্ক। বাড়ি থেকে চাপ আসছিল বিয়ের। প্রেমিককে সে কথা বলতেই বেঁকে বসল সে, চাপ দিতেই কপালে জুটল মারধর। এমনকী, গোপনাঙ্গে (Private Part) লঙ্কার গুড়ো  (Chilli Powder) ছিটিয়ে দিল প্রেমিক। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। তাঁর দাবি, অন্য এক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে ওই যুবক। সেই কারণেই বিয়ে করতে অস্বীকার করে এবং জোর করলে মারধর ও গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। গৌর সিটির বাসিন্দা ওই যুবতীর দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে বিগত দুই বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করে। কিন্তু সম্প্রতিই যুবতীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে প্রেমিককে জানায়। কিন্তু বেঁকে বসে ওই যুবক। এই নিয়ে তাঁদের মধ্যে বচসাও শুরু হয়। ঝগড়া বাড়লে ওই যুবক তাঁকে মারধর করে। এরপর তাঁকে জোর করে নগ্ন করে তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়।

গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই যুবতী। হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসা করে কিছুটা সুস্থ হওয়ার পর ওই যুবতী পুলিশের দ্বারস্থ হন। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যুবতীর দাবি, সম্প্রতিই অন্য় এক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তাঁর প্রেমিক। সেই কারণেই বিয়ে করতে অস্বীকার করে সে। এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হলে, তাঁর উপরে পাশবিক অত্য়াচার করে যুবক।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে গুজরাটের সুরাটে এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে ধর্ষণ করে এবং তারপর গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়। ওই যুবতীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পরে পুলিশি তদন্তে জানা যায়, ওই ব্যক্তি বিবাহিত থাকা সত্ত্বেও অন্য যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই ওই ব্যক্তি প্রেমিকাকে ধর্ষণ করে এবং পাশবিক অত্যাচার করে।