হল না শেষ রক্ষা! ছত্রসাল খুনে গ্রেফতার অলিম্পিক পদক জয়ী ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার

হল না শেষ রক্ষা। ছত্রসাল স্টেডিয়ামে (Chhatrasal Stadium Brawl Case) সাগর রানা খুন কাণ্ডে অবশেষে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে (Sushil Kumar)  গ্রেফতার করল দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেল।

হল না শেষ রক্ষা! ছত্রসাল খুনে গ্রেফতার অলিম্পিক পদক জয়ী ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 23, 2021 | 10:50 AM

নয়া দিল্লি: হল না শেষ রক্ষা। ছত্রসাল স্টেডিয়ামে (Chhatrasal Stadium Brawl Case) সাগর রানা খুন কাণ্ডে অবশেষে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারকে (Sushil Kumar)  গ্রেফতার করল দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেল। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অজয় কুমারকেও।

Sushil Kumar Latest News, Sushil Kumar Update, Chhatrasal Stadium Brawl Case, Chhatrasal Stadium Murder Case Update

গ্রেফতারির পর সুশীল কুমার ও তাঁর সঙ্গী

দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতের কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে ২৩ বছরের কুস্তিগীর সাগর রানাকে খুনের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে ৫ মে ছত্রসাল স্টেডিয়ামের বাইরে। দুই কুস্তিগীরের মধ্যে ঝামেলা হয়, যা গড়ায় হাতাহাতিতে। বচসা চলাকালীন গুলিচালনারও অভিযোগ ওঠে। তাতেই মৃত্যু হয় সাগরের। সুশীলের বিরুদ্ধে দায়ের হয় খুন, অপহরণ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা।

ঘটনার পরই আত্মগোপন করেন সুশীল। পরে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করা হয়েছিল। এমন কী সুশীল কুমারের খোঁজ দেওয়ার জন্য দিল্লি পুলিশ ১লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে। শেষবার সুশীলকে দেখা যায় উত্তরপ্রদেশের মিরাটের টোল ট্যাক্সে। সিসিটিভিতে তাঁর ছবি ধরা পড়ে। দিল্লি পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পঞ্জাবেরই একটি জায়গায় তাঁর খোঁজ মেলে। পঞ্জাব পুলিশ তাঁকে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। উল্লেখ্য, গত ১৮ মে সুশীল কুমার নয়াদিল্লির রোহিনী আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। যদিও তা খারিজ করে দেয় আদালত।