গল্পে নয়া মোড়, সুপ্রিম কোর্টের কমিটি গঠনের একদিনের মধ্যেই পদত্যাগ এক সদস্যের
বৃহস্পতিবার তিনি একটি বিবৃতি পেশ করে বলেন, "নিজে একজন কৃষক ও সংগঠনের প্রধান হিসাবে আমায় দেওয়া যেকোনও পদ ছাড়তে আমি প্রস্তুত, যাতে পঞ্জাব সহ দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোশ না করতে হয়।"
নয়া দিল্লি: কৃষি আইন (Farm Laws) নিয়ে কেন্দ্র ও আন্দোলনকারী কৃষকদের মধ্যে রফাসূত্র বের করতে একপ্রকার জোর করেই কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অথচ কমিটি গঠনের একদিনের মধ্যেই সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় সভাপতি ভূপিন্দর সিং মান (Bhupinder Singh Mann)। কমিটির সদস্যপদ ত্যাগ করে তিনি বলেন, “কৃষকদের স্বার্থের সঙ্গে সমঝোতা করতে চান না।”
৫০ দিন পার করল দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন (Farmers Protest)। এখনও কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইন ঘিরে তৈরি সমস্যার সমাধান খুঁজতে আগামীকাল নবম দফা বৈঠকে বসতে চলেছে কেন্দ্র ও কৃষক পক্ষ। তারই আগে সুপ্রিম কোর্টের গঠিত কমিটি থেকে পদত্যাগ করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান। বৃহস্পতিবার তিনি একটি বিবৃতি পেশ করে বলেন, “নিজে একজন কৃষক ও সংগঠনের প্রধান হিসাবে আমায় দেওয়া যেকোনও পদ ছাড়তে আমি প্রস্তুত, যাতে পঞ্জাব সহ দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোশ না করতে হয়।”
মঙ্গলবার সুপ্রিম কোর্ট কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলার রায় ঘোষণা করে কৃষি আইন প্রয়োগে স্থগিতাদেশ জারি করে এবং কেন্দ্র-কৃষকদের মধ্যে রফাসূত্র খুঁজে বের করতে চার সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এই কমিটিরই সদস্য ছিলেন ভূপিন্দর সিং মান। উল্লেখ্য, তিনি কৃষি আইনের বিপক্ষে নয়, বরং আইনের সপক্ষেই সমর্থন জানিয়েছিলেন। গত ডিসেম্বর মাসে তিনি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গেও দেখা করেন।
আরও পড়ুন: করোনা কাঁটা! প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে থাকছেন না বিদেশের কোনও রাষ্ট্রপ্রধান
সুপ্রিম কোর্টের তরফ থেকে কমিটি নিয়ে কৃষকদের আশ্বাস দেওয়া হলেও কৃষকরা সরাসরি কমিটির সঙ্গে কথা বলতে না করে দেন। তাঁরা জানান, কমিটির সদস্যরা সকলেই কৃষি আইনের সপক্ষে, সুতরাং কথা বলে কোনও লাভ নেই। আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও প্রস্তাব তাঁরা গ্রহণ করবেন না।
এদিকে ভূপিন্দরের সুপ্রিম কোর্টের কমিটি থেকে পদত্যাগের খবর জানতে পেরে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য রাজিন্দ সিং দ্বীপসিংওয়ালা বলেন, “ভূপিন্দর মানের সংগঠন বিকেইউ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে, তাই তিনি পদত্যাগ করেছেন। রাজনৈতিক দিক থেকে গতি পাওয়ার জন্যই তিনি নিজের পদকে ব্যবহার করছিলেন।”
ভূপিন্দর সিং মানের পদত্যাগে কমিটির শূন্যপদ কে পূরণ করবেন, তার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। এদিকে, কমিটির বৈঠক শুরু হওয়ার আগেই ভাঙনে খুশি কৃষকরা। তাঁরা এই ঘটনাকে নিজেদের জয় বলেই দাবি করেছেন।
আরও পড়ুন: ‘কার প্রধানমন্ত্রী আপনি? দেশবাসীর নাকি ২-৩জন ব্যবসায়ীর?’ বিস্ফোরক রাহুল