‘কার প্রধানমন্ত্রী আপনি? দেশবাসীর নাকি ২-৩জন ব্যবসায়ীর?’ বিস্ফোরক রাহুল
কৃষি আইন নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আমার কথা লিখে রাখুন, সরকার বাধ্য হবে এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে।"
চেন্নাই: পোঙ্গল উৎসব দেখতে মাদুরাই গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর সেখানে গিয়েই কৃষি আইন (Farm laws) নিয়ে সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে দু-তিন জন ব্যবসায়ীর প্রধানমন্ত্রী বলা থেকে শুরু করে কৃষি আইন প্রত্যাহারের গ্যারান্টি, কিংবা চিনা অনুপ্রবেশ, কিছুই বাদ পড়েনি রাহুলের আক্রমণের তালিকা থেকে।
আজ দুপুর ১২টা নাগাদ মাদুরাই পৌঁছান রাহুল গান্ধী। সেখান থেকে দলীয়কর্মীদের সঙ্গে আভানিয়াপুরমে যান জালিকাট্টু (Jallikattu) দেখতে। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ছেলে তথা অভিনেতা উদয়নিধি (Udaynidhi)-ও। দুজনে বসে জালিকাট্টুর অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের মঞ্চে রাহুল গান্ধী বলেন, “তামিল সংস্কৃতিকে সচক্ষে দেখতে পাওয়ার এই অনুভূতি অনন্য। জালিকাট্টু যে সুরক্ষিত ও নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করে আয়োজন করা হয়েছে, তা দেখে আমি অত্যন্ত খুশি।”
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন তিনি। রাহুল গান্ধী বলেন, “সরকার কৃষকদের কেবল অবহেলাই করছে না, তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করছে, কারণ তাঁরা নিজেদের দু-তিনজন বন্ধুকে সুবিধা দিতে চান। কৃষকদের অধিকার কেড়ে নিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কৃষকদের সঙ্গে যা করা হচ্ছে, তা বোঝাতে অবহেলা শব্দটি খুবই তুচ্ছ একটি শব্দ।”
Farmers of this country are the backbone of this country. If anybody thinks that you can suppress farmers & this country will continue to prosper, they just have to look at our history. Whenever Indian farmers are weak, India is weak: Rahul Gandhi, Congress, in Madurai https://t.co/V9Y5KcLOyW
— ANI (@ANI) January 14, 2021
আরও পড়ুন: ৩১ জানুয়ারি থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে পোলিও টিকাকরণ কর্মসূচি
তিনি আরও বলেন, “কৃষকরা দেশের মেরুদণ্ড। যদি কেউ ভেবে থাকেন যে কৃষকদের দমিয়ে রেখে দেশের উন্নয়ন হবে, তবে তাঁদের দেশের ইতিহাসের দিকে একবার তাকানো উচিত। যখনই ভারতের কৃষকরা দুর্বল হয়ে পড়েছেন, তখন গোটা দেশও দুর্বল হয়ে পড়েছে।”
প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “আপনি কৃষকদের দমিয়ে রেখে হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীকে সাহায্য করছেন। যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল, তখনও সাধারণ মানুষকে সাহায্য করেননি আপনি। কাদের প্রধানমন্ত্রী আপনি? সাধারণ মানুষের নাকি হাতে গোনা দু-তিনজন ব্যবসায়ীর প্রধানমন্ত্রী আপনি?”
কৃষি আইন নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমার কথা লিখে রাখুন, সরকার বাধ্য হবে এই তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে।” ফের একবার চিনা অনুপ্রবেশ নিয়েও সরব হতে দেখা যায় কংগ্রেস নেতাকে। তিনি বলেন, “চিন আমাদের এলাকায় কী করছে? সীমান্ত পেরিয়ে আমাদের দেশের অভ্যন্তরে কী করছে চিনের বাসিন্দারা? প্রধানমন্ত্রীই বা এই বিষয়ে কিছু বলছেন না কেন? চিনের সৈন্যরা যে আমাদের দেশের ভিতরে ঢুকে বসে রয়েছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিশ্চুপ কেন?”
আরও পড়ুন: কাঠুয়ায় উদ্ধার ১৫০ মিটার সুড়ঙ্গ, মিলল পাক যোগের প্রমাণ