Teacher Killed By Terrorists In Jammu & Kashmir : কাশ্মীরে ফের ঝরল রক্ত, সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত এক শিক্ষিকা

Jammu & Kashmir : মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকার একটি হাইস্কুলের শিক্ষিকার উপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ও পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি।

Teacher Killed By Terrorists In Jammu & Kashmir : কাশ্মীরে ফের ঝরল রক্ত, সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত এক শিক্ষিকা
প্রতীকী ছবি (সৌজন্য়ে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2022 | 12:39 PM

শ্রীনগর : ফের রক্ত ঝরল জম্মু ও কাশ্মীরে। মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান স্থানীয় এক শিক্ষিকা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছয়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা পেশায় একজন শিক্ষিকা। তিনি জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা। কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইটে জানানো হয়েছে, ‘কুলগামের গোপালপোড়া এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকার উপর গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় তিনি গুরুতর জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে।’ আরেকটি টুইটে লেখা হয়েছে, ‘এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত জঙ্গিদের শীঘ্রই খুঁজে বের করা হবে। খুব তাড়াতাড়ি তাদের নিধন করা হবে।’

উল্লেখ্য, উপত্য়কায় রক্ত বন্যা যেন থামছেই না। একের পর এক জঙ্গি হামলার ঘটনা লেগেই রয়েছে। সম্প্রতি জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন টিভি অভিনেত্রী আমরিন ভাট। লস্কর-ই-তৈবার জঙ্গিরা বুদগামের চাদুরাতে তাঁর উপর গুলি চালিয়েছিল। কিছুদিন আগে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যতে উত্তপ্ত হয়ে উঠেছিল উপত্যকা। সরকারি অফিসে ঢুকে সন্ত্রাসবাদীরা গুলি চালায় তাঁর উপর। মঙ্গলবারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘খুবই দুঃখজনক। নিরস্ত্র নাগরিকদের হত্যা করার জন্য এটি আরেকটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন। সম্প্রতি এরকম একাধিক ঘটনা ঘটেছে। সরকারি আশ্বাসের মতোই এই নিন্দা ও সমবেদনা ফাঁপা। এতে পরিস্থিতি স্বাভাবিক হবে না। মৃতার আত্মার শান্তি কামনা করি।’

পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং সাম্প্রতিককালে পরপর একই ধরনের ঘটনা নিয়ে সরকারের উপর তোপ দেগেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘ভারত সরকার মিথ্যে দাবি করেছিলেন যে কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদের খুন এখানে বেড়েই চলেছে। এবং এটি গভীর উদ্বেগের বিষয়। এই কাপুরুষের মতো কাজের তীব্র নিন্দা জানাই।’