‘অক্সিজেন নেই, রোগীদের বাড়ি নিয়ে যান’, নোটিস দেওয়ার পরই এফআইআর হাসপাতালের বিরুদ্ধে

কয়েক দিন আগে এমন নোটিস দিয়ে রোগীদের বাড়ি পাঠিয়ে দেয় ওই হাসপাতাল। এবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ হবে কর্তৃপক্ষ।

'অক্সিজেন নেই, রোগীদের বাড়ি নিয়ে যান', নোটিস দেওয়ার পরই এফআইআর হাসপাতালের বিরুদ্ধে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 07, 2021 | 1:34 PM

লখনউ: দেশের সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে প্রত্যেক দিন সামনে আসছে নতুন নতুন সমস্যা। ‘অক্সিজেন নেই’ বলে রোগী ভর্তি বন্ধ করে দিয়েছিল হাসপাতাল। আসতে সেই দাবি ভুয়ো বলে এফআইআর (FIR) দায়ের হল হাসপাতালের বিরুদ্ধে। লখনউয়ের সান হসপিটালের (Sun Hospital) বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। যদিও এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লখনউয়ের গোমতী নগর এলাকায় অবস্থিত ওই হাসপাতাল। মাস খানেক সেখানেই করোনা আক্রান্তদের চিকিৎসা শুরু হয়। গত ৩ মে ওই হাসপাতাল এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে, তাদের হাসপাতালে অক্সিজেন নেই। চিকিৎসাধীন রোগীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলে কর্তৃপক্ষ। ওই সময় হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন, তাঁদের মধ্যে ২০ জনকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। ওই ঘটনার পর লখনউয়ের প্রশাসনের তরফ থেকে এফআইআর করা হয়েছে হাসপাতালের বিরুদ্ধে।

আরও পড়ুন: ৩-৪ সপ্তাহের লকডাউনই বাঁচাতে পারে ভারতকে, পরামর্শ মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞের

গত বুধবার এলাহবাদ হাইকোর্টের একটি মামলার শুনানিতে বলা হয়, অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা গণহত্যার সামিল। সেই শুনানিতে সান হসপিটালের এই নোটিসের কথাও উল্লেখ করা হয়। তবে অভিযোগ উড়িয়ে সান হসপিটালের অন্যতম কর্তা অখিলেশ পাণ্ডে বলেন, ‘আমরা চাই প্রশাসনের তরফ থেকে কেউ এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুক।’ তাঁকে সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট ওই নোটিশ দেওয়ার জন্য চাপ দেয় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথোপকথনের ভিডিয়ো ও অডিয়ো আছে। আগাম জামিনের আর্জি জানিয়ে তাঁরা এলাহবাদ হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই কর্তা।