Siddhu Moose Wala: ওপারে গান বাজাল পাক সেনা, এপারে নাচল ভারতীয়রা, সেতু বাঁধলেন সিধু মুসেওয়ালা, দেখুন
Pak army plays Siddhu Moose Wala song: পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পর প্রায় তিন মাস কেটে গিয়েছে। কিন্তু তিনিই মেলালেন ভারত ও পাকিস্তানকে। আরও স্পষ্ট করে বললে, তাঁর গান মিলিয়ে দিল, দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের সেনাদের।
শ্রীনগর: পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার পর প্রায় তিন মাস কেটে গিয়েছে। কিন্তু তিনিই মেলালেন ভারত ও পাকিস্তানকে। আরও স্পষ্ট করে বললে, তাঁর গান মিলিয়ে দিল, দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের সেনাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ২৯ সেকেন্ডের ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সীমান্তের এপার ও ওইপারের দুটি পোস্ট – একটি ভারতের, অপরটি পাকিস্তানের। মাঝে রয়েছে কাঁটা তারের বেড়া, সীমান্ত। সীমান্তের ওই পার থেকে পাক সেনাবাহিনী বাজাচ্ছে সিধু মুসেওয়ালার গান। আর এই পারে ভারতীয় ঘাঁটিতে সেই গান শুনে নাচছেন ভারতীয় সেনা সদস্যরা।
আইপিএস অফিসার এইচজিএস ঢালিওয়াল টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, এক পাহাড়ি অঞ্চলে পাক সেনা ঘাঁটিতে বাজছে প্রয়াত সিধু মুসেওয়ালা এবং আরেক পঞ্জাবি গায়ক অমৃত মান-এর পঞ্জাবি গান ‘বামবিহা বোলে’। সেই গান ভেসে আসছে ভারতীয় ঘাঁটিতেও। এখানে, ‘বামবিহা বোলে’র তালে ভাংড়া করছেন ভারতীয় সেনা সদস্যরা। ভারতীয় সেনাদের নাচতে দেখে নেচে ওঠে পাক সেনাদের পাও। তাঁদের ভারতীয় সেনাদের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায়। ভিডিয়োটি সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইনও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “মানুষদের (দুই দেশের) মধ্যে কোনও সমস্যা নেই, সমস্যা রয়েছে রাজনীতিতে।”
Sidhu’s songs playing across the border! bridging the divide! pic.twitter.com/E3cOwpdRvn
— HGS Dhaliwal (@hgsdhaliwalips) August 25, 2022
গত ২৯ মে আততায়ীদের গুলিতে নিহত হন সিধু মুসেওয়ালা। একেবারে রাস্তার মাঝখানে তাঁর গাড়ি আটকে, চারদিক থেকে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সিধু মুসেওয়ালার। তাঁর মৃত্যুতে গোটা দেশেই সঙ্গীত জগৎ-সহ সমাজের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছিল। গায়ক চলে গিয়েছেন। রয়ে গিয়েছে তাঁর সৃষ্টি। আর তাই ঘুচিয়ে দিল সীমান্তের বিভেদ। যেরকম আইপিএস অফিসার এইচজিএস ঢালিওয়াল বলেছেন, “সীমান্তের ওইপারে সিধুর গান বাজছে, বিভেদের মাঝে গড়ে তুলেছে সেতু।”