Parliament: মণিপুর ইস্যুতে রাজ্যসভা ওয়াকআউট বিরোধীদের, মুলতুবি হয়ে গেল লোকসভাও
Rajya sabha: বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর বক্তৃতা দিতে উঠলে 'মোদী-মোদী' এবং 'ইন্ডিয়া-ইন্ডিয়া' চিৎকারে মুখরিত হয়ে ওঠে রাজ্যসভা। যার জেরে মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
নয়া দিল্লি: মণিপুর (Manipur) ইস্যুতে বাদল অধিবেশনের চতুর্থ দিন, বৃহস্পতিবারও উত্তাল হয়ে উঠল সংসদ (Parliament)। মণিপুরের ঘটনার প্রতিবাদ জানাতে এদিন বিরোধী দলের সদস্যরা একদিকে যেমন কালো পোশাক পরে বিক্ষোভ দেখান, তেমনই বিরোধীদের হই-হট্টগোলে লোকসভার পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও স্থগিত হয়ে যায়। বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর (S. Jaishankar) বক্তৃতা দিতে উঠলে ‘মোদী-মোদী’ এবং ‘ইন্ডিয়া-ইন্ডিয়া’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে রাজ্যসভা। যার জেরে মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
এদিন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ট্রেজারি বেঞ্চ থেকে বক্তৃতা দিতে উঠলে এনডিএ সাংসদরা মোদী-মোদী স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিরোধী জোটের সমর্থকেরা ইন্ডিয়া নাম নিয়ে স্লোগান দিতে শুরু করেন। যার জেরে জয়শঙ্করের বক্তৃতা দেওয়া সম্ভব হয়নি। আবার প্রধানমন্ত্রী ‘দলীয় জনসভায় বক্তৃতা দিচ্ছেন অথচ সংসদে আসার সময় নেই’ বলে কটাক্ষ করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। সংসদের ইতিহাসে ‘দেশ এর থেকে অন্ধকার সময় দেখেনি’ বলেও কটাক্ষ করেন খাড়্গে।
এরপর বিরোধীরা রাজ্যসভার অধিবেশন ওয়াকআউট করেন এবং দুপুর ৩টে পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়। অন্যদিকে, বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন এদিন সারা দিনের জন্য মুলতুবি করে দেওয়া হয়।