Parliament Monsoon Session Update: ‘মণিপুর ইস্যু নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত’, সংসদে দাঁড়িয়ে জানালেন শাহ
Parliament Update: অধিবেশন শুরুর আগেই এ দিন রাজস্থানের ধর্ষণ কাণ্ডের নিন্দা করে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান রাজস্থানের বিজেপি সাংসদরা।
নয়া দিল্লি: সপ্তাহের প্রথম দিনেই মণিপুর ইস্যু ও মহিলাদের উপর হিংসার সমালোচনায় উত্তাল সংসদ (Parliament)। অধিবেশন শুরুর আগেই এ দিন রাজস্থানের ধর্ষণ কাণ্ডের নিন্দা করে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান রাজস্থানের বিজেপি সাংসদরা (BJP MPs)। এরপরে বিরোধী দলগুলিও মণিপুর ইস্য়ু নিয়ে সরকারের নিরাবতা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। মণিপুর (Manipur) ইস্যু নিয়ে আলোচনার দাবিতে সংসদে মুলতুবি প্রস্তাবও দিয়েছেন বিরোধী দলের সাংসদরা (Opposition MPs)। বাদল অধিবেশনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-
- মণিপুর ইস্যু নিয়ে বিরোধীদের হই-হট্টগোলের জেরে এদিনও লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত লোকসভা মুলতুবি করে দিলেন স্পিকার ওম বিড়লা।
- মণিপুর নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত। সংসদে দাঁড়িয়ে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এব্যাপারে বিরোধীদের সহযোগিতার আবেদন জানিয়ে তিনি বলেন, “মণিপুর নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ জানাচ্ছি, আসুন আলোচনা করতে দিন।”
- সঞ্জয় সিংকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনায় বসলেন বিরোধী দলের সাংসদরা।
-
Opposition MPs are meeting with Rajya Sabha Chairman over the suspension of AAP MP Sanjay Singh for the current Monsoon session https://t.co/nrDSgN6YOj
— ANI (@ANI) July 24, 2023
- রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সাসপেন্ড করলেন আপ সাংসদ সঞ্জয় সিংকে। বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
- রাজ্যসভার অধিবেশনে বাধা সৃষ্টির জন্য আপ সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করার দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ পিযূষ গয়াল।
- বিরোধীদের হই-হট্টগোলের জন্য দুপুর ২টো অবধি মুলতুবি হয়ে গেল অধিবেশন।
- রাজ্যসভার অধিবেশন শুরু হতেই, মণিপুর ইস্যুতে ফের বিরোধীদের বিক্ষোভ।
- বিরোধীদের বিক্ষোভে ফের অচল লোকসভা। লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী সাংসদদের উদ্দেশে সংসদ সচল রাখার আবেদন করেন। কিন্তু বিরোধীরা নিজের অবস্থানেই অনড় থাকে। এরপর দুপুর ১২টা অবধি লোকসভা অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।
- রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বক্তব্য রাখতে শুরু করলে বিরোধী সাংসদরা আসন থেকে উঠে হই-হট্টগোল করে নিজেদের দাবি জানাতে শুরু করেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধমক দিয়ে জগদীপ ধনখড় বলেন, “ডেরেক ও’ব্রায়েন, আপনি আসনে বসুন। আপনি নিজের আসনকে চ্যালেঞ্জ করছেন।”
-
#WATCH | As Rajya Sabha Chairman addresses the MPs, Opposition MPs rise from their seats to raise their concerns, at which the Chairman says, “Mr Derek O’Brien, please take a seat, you are challenging the Chair.”
Soon after, Rajya Sabha was adjourned till noon. pic.twitter.com/6B3dsdMxjS
— ANI (@ANI) July 24, 2023
- বিরোধীদের হই-হট্টগোেলে দুপুর ১২টা অবধি মুলতুবি রাজ্যসভার অধিবেশন।
- লোকসভায় “ইন্ডিয়া ফর মণিপুর” ও “ইন্ডিয়া ডিমান্ড পিএম স্টেটমেন্ট অন মণিপুর” প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের।
- সংসদের বাইরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেন, “মণিপুরে যে দৃশ্যের সাক্ষী থাকছি আমরা, তা অত্যন্ত উদ্বেগজনক। আপনি (প্রধানমন্ত্রী) সংসদে আলোচনা চান না। এই সরকার জনগণকে বিভ্রান্ত করছে। মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণ ব্যর্থ।”
- বিরোধীদের ঘোষিত অবস্থান সত্ত্বেও দীর্ঘক্ষণ গান্ধী মূর্তির পাদদেশ চত্বর দখলে রাখলেন বিজেপি সাংসদরা।
- সংসদে এলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
-
#WATCH | Congress Parliamentary Party Chairperson and Lok Sabha MP Sonia Gandhi arrives at the Parliament.
#MonsoonSession pic.twitter.com/PPzBrtXlA9
— ANI (@ANI) July 24, 2023
- একসঙ্গে ধরনায় যোগ দিলেন ইন্ডিয়া জোটের ৩০০ সাংসদ।
-
#WATCH | Opposition parties (I.N.D.I.A) protest in Parliament demanding PM Modi’s statement on Manipur in both houses. pic.twitter.com/b8kjFA7UUB
— ANI (@ANI) July 24, 2023
- গান্ধীমূর্তির পাদদেশে কেন শিবির ধরনা দেবে, তা নিয়ে লড়াই শাসক-বিরোধীর। কে ধরনা দেবেন, তা নিয়ে রীতিমতো বচসা হয় দুই পক্ষের মধ্যে।
- কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “আমরা বিরোধীদের অনুরোধ করছি সংসদে সুষ্ঠ কার্যাবলী ও আলোচনায় অংশ নিন। আপনারা আলোচনা থেকে কেন পালাচ্ছেন? বিরোধীদের অবস্থান কী, তা কেউ বুঝতে পারছেন না।”
-
#WATCH | We request the Opposition to take part in structured and constructive discussions in the Parliament. Why are they running away from discussions? Nobody is able to understand their strategy: Union minister Pralhad Joshi on Manipur issue pic.twitter.com/CQrNoMZP3W
— ANI (@ANI) July 24, 2023
- সংসদে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসছেন বিরোধী ঐক্য জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ একাধিক দলের সাংসদরা ধরনায় বসবেন। অধিবেশনে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
-
#WATCH | Opposition parties (I.N.D.I.A) protest in Parliament demanding PM Modi’s statement on Manipur in both houses. pic.twitter.com/zhX9ZKMtal
— ANI (@ANI) July 24, 2023
- মণিপুরে মহিলাদের উপরে নির্যাতনের সমালোচনা করে শিবসেনা (ইউবিটি)-র নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, “আমরাও চাই সংসদের অধিবেশন সুষ্ঠভাবে হোক। সংসদে কোনও বিক্ষোভ দেখাতে চাই না। কিন্তু আমরা চাই প্রধানমন্ত্রী মোদী মণিপুরের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিক।”
- রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অত্যাচার, অপরাধ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ করে এ দিন বিজেপির রাজস্থানের সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান। রাজস্থান সরকার মুর্দাবাদ বলেও তাঁরা স্লোগান দেন।
- আপ সাংসদ রাঘব চাড্ডা ও সঞ্জয় সিং সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব দেন।
- আরজেডি সাংসদ মনোজ ঝা রাজ্য়সভায় মণিপুরের জনজাতির উপরে হিংসা নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব দেন।
- কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর লোকসভায় মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব দেন।
- কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ দিন সংসদে মণিপুরের ইস্যু নিয়ে আলোচনার দাবি জানান।