Parliament Security breach: সঙ্গে ছিল বিজেপি সাংসদের পাস, কারা ভাঙল সংসদের নিরাপত্তা বেষ্টনি?

Parliament Security breach: চাইলেই কেউ লোকসভা কক্ষের ভিতরে ঢুকতে পারেন না। এর জন্য কোনও সাংসদের সই করা ভিসিটর পাস লাগে। এই ক্ষেত্রে সাগর শর্মার সঙ্গে প্রতাপ সিংহ নামে এক বিজেপি সাংসদের পাস ছিল বলে জানা গিয়েছে।

Parliament Security breach: সঙ্গে ছিল বিজেপি সাংসদের পাস, কারা ভাঙল সংসদের নিরাপত্তা বেষ্টনি?
পরিবহণ ভবনের সামনে থেকে আটক করা হয়েছে দুজন প্রতিবাদীকেImage Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 2:56 PM

নয়া দিল্লি: ভারতীয় গণতন্ত্রে ইতিহাসে ১৩ ডিসেন্বর এক কালো দিন। ২০০১ সালে এই দিনেই সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ৬ পুলিশ কর্মী, ২ সংসদীয় নিরাপত্তারক্ষী এবং এক মালির মৃত্যু হয়েছিল। ২২ বছর পর ফের সংসদে সেই আতঙ্ক ফিরল। লোকসভার দর্শকাসন থেকে লাফিয়ে সাংসদদের বসার জায়গায় চলে আসেন দুই ব্যক্তি। তারপর, একের পর এক চেবিল পেরিয়ে এগোতে থাকেন অধ্যক্ষের চেয়ারের দিকে। তাদের হাতে ছিল স্মোক বম্ব। তা থেকে হলুদ ধোঁয়া বের হয়ে মুহূর্তের মধ্যে ঢেকে যায় গোটা লোকসভা কক্ষ। শেষ পর্যন্ত কোনও বড় ধরনের বিপদ না ঘটলেও, সংসদের নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ রয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এদিনের ঘটনা। কিন্তু, কারা ভাঙল সংসদের কঠোর নিরাপত্তা বেষ্টনি?

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভার ভিতর থেকে যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তারা হল সাগর শর্মা এবং নীলম কওর। সংসদে কাউকে আক্রমণ করা নয়, কোনও একটি বিষয় নিয়ে প্রতিবাদ জানাতেই তারা এই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জনা গিয়েছে। সংসদের বাইরে পরিবহণ ভবনের সামনেও একই রকমের রঙিন ধোঁয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন আরও কয়েকজন। তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবদ জানাচ্ছিল তারা।

লোকসভার ভিতরে কীকরে তারা রঙিন ধোঁয়ার গোলা নিয়ে ঢুকে পড়লেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। চাইলেই কেউ লোকসভা কক্ষের ভিতরে ঢুকতে পারেন না। এর জন্য কোনও সাংসদের সই করা ভিসিটর পাস লাগে। এই ক্ষেত্রে সাগর শর্মার সঙ্গে প্রতাপ সিংহ নামে এক বিজেপি সাংসদের পাস ছিল বলে জানা গিয়েছে। প্রতাপ সিংহ মাইসুরুর সাংসদ। কাজেই, এই ঘটনার ফলে অস্বস্তিতে পড়েছেন বিজেপি বিধায়কও।