Parliament: আজ থেকে শুরু শীতকালীন অধিবেশন, মণিপুর-আদানি ইস্যু নিয়ে সুর চড়াবে বিরোধীরা
Parliament Winter Session: শীতকালীন অধিবেশনে কেন্দ্রকে আক্রমণ করতে একাধিক হাতিয়ার নিয়ে প্রস্তুত বিরোধী দলগুলি। রয়েছে মণিপুরের অশান্তি, ওয়াকফ বিল বিতর্ক থেকে আদানি ইস্যু। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনার দাবি জানাবে বিরোধীরা।
নয়া দিল্লি: আজ, ২৫ নভেম্বর থেকে বসছে সংসদের শীতকালীন অধিবেশন। সদ্য সমাপ্ত মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অধিবেশন। পাশাপাশি, এই অধিবেশনেই কেন্দ্রের তরফে ওয়াকফ সংশোধনী বিল আনার পরিকল্পনা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা-বিতর্ক চলছে।
আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল সহ মোট ১৬টি বিল উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এবারের অধিবেশনে একদিকে যেমন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শক্তি প্রদর্শন করবে। তেমনই ঝাড়খণ্ডে জয়ের মাধ্যমে বিরোধী ইন্ডিয়া জোটও সুর চড়াবে। শীতকালীন অধিবেশনে কেন্দ্রকে আক্রমণ করতে একাধিক হাতিয়ার নিয়ে প্রস্তুত বিরোধী দলগুলি। রয়েছে মণিপুরের অশান্তি, ওয়াকফ বিল বিতর্ক থেকে আদানি ইস্যু। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনার দাবি জানাবে বিরোধীরা।
অধিবেশনের প্রথম দিনে, সোমবার ইন্ডিয়া জোটের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সকাল ১০টায় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সদস্য মল্লিকার্জুন খাড়্গের কার্যালয়ে এই বৈঠক হবে। এই বৈঠকে সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে বিরোধীদের কৌশল নির্ধারণ করা হবে।
একইসঙ্গে এই সংসদে প্রথম পা রাখতে চলেছেন সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কেরলের ওয়েনাড থেকে ৪ লক্ষেরও বেশি ভোটে জিতে এখন প্রথমবার সাংসদ হয়েছেন সনিয়া কন্যা। শীতকালীন অধিবেশন থেকেই তিনি প্রথমবারের মতো সংসদীয় জীবনের যাত্রা শুরু করবেন।