Bridge Collapsed: ১৩ কোটি টাকা খরচে তৈরি হয়েছে সেতু, উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাংশ!

Bihar: স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নাবার্ড প্রকল্পের অধীনে এই সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু সংযোগকারী সড়কপথ না থাকায় সেতুর উদ্বোধন করা হয়নি। সম্প্রতিই ওই সেতুর সামনের একটি অংশে ফাটল দেখা যায়।

Bridge Collapsed: ১৩ কোটি টাকা খরচে তৈরি হয়েছে সেতু, উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাংশ!
ভেঙে পড়া সেতু। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2022 | 7:59 AM

পটনা: কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু। এখনও উদ্বোধনও হয়নি। তার আগেই দিনে-দুপুরে ভেঙে পড়ল সেতুর একাংশ। সদ্য নির্মাণ হওয়া সেতুই ভেঙে পড়ায়, সরকারি প্রকল্পের  অধীনে চলা নির্মাণকাজ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে বিহারে। সেখানের বেগুসরাইয়ে রবিবার সকালে একটি সদ্য নির্মাণ হওয়া সেতুর একাংশ ভেঙে পড়ে। সেতুটির এখনও উদ্বোধন না হওয়ায় যান চলাচল শুরু হয়নি। সেই কারণে দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।

জানা গিয়েছে, বিহারের বেগুসরাইয়ে আকৃতি টোলা চৌকি ও বিষানপুরের মধ্যে গন্ধক নদীর উপরে তৈরি করা হয়েছিল। ২০৬ মিটার দীর্ঘ এই সেতু তৈরিতে খরচ হয়েছিল ১৩ কোটি টাকা। ২০১৬ সালে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল, এক বছরের মধ্যেই সেই নির্মাণ শেষ হয়ে যায়। কিন্তু সংযোগকারী রাস্তা না থাকায়, ৫ বছর কেটে গেলেও এখনও অবধি সেতুর উদ্বোধন হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নাবার্ড প্রকল্পের অধীনে এই সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু সংযোগকারী সড়কপথ না থাকায় সেতুর উদ্বোধন করা হয়নি। সম্প্রতিই ওই সেতুর সামনের একটি অংশে ফাটল দেখা যায়। এরপরই স্থানীয় প্রশাসনকে এই মর্মে চিঠিও লেখা হয়। কিন্তু প্রশাসনের তরফে সারাইয়ের জন্য কোনও উদ্যোগই নেওয়া হয়নি।

রবিবার সকালেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৮টা- ৯টা নাগাদ তারা দেখতে পান, সেতুর মাঝের একটি অংশ ভেঙে নদীতে পড়ে রয়েছে। ঘটনায় কেউ আহত হননি। সরকারের তরফে এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে আরজেডি বিধায়ক লালন যাদব বলেন, “নিশ্চয়ই সেতু নির্মাণে গাফিলতি হয়েছিল। রবিবার সকালে সেতুর একাংশ ভেঙে পড়ে। তবে উদ্বোধন না হওয়ায়, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। প্রশাসনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।”