Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Rides to Namo Bharat Train: এক টাকাও লাগবে না, ফ্রিতে চড়তে পারবেন নমো ভারত ট্রেন! জেনে নিন পদ্ধতি

Free Rides to Namo Bharat Train: রিডিম করা ট্রিপগুলি সাত দিনের জন্য বৈধ থাকে। NCMC ব্যবহারকারীদের জন্য, প্রতিটি কার্যক্ষম দিনের শেষে লয়্যালটি পয়েন্ট তাদের অ্যাকাউন্টে জমা হয় এবং পরের দিন প্রতিফলিত হয়।

Free Rides to Namo Bharat Train: এক টাকাও লাগবে না, ফ্রিতে চড়তে পারবেন নমো ভারত ট্রেন! জেনে নিন পদ্ধতি
Follow Us:
| Updated on: Mar 29, 2025 | 2:04 PM

এবার বিনামূল্যে সফর করা যাবে নমো ভারত ট্রেনে। হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা মাপকাঠিতে যোগ্য প্রমাণিত হলেই বিনামূল্যে সফর করা যাবে নমো ভারত ট্রেনে। নমো ভারত ট্রেনের যাত্রীরা এখন নমো ভারত অ্যাপ অথবা ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মাধ্যমে অর্জিত লয়্যালটি পয়েন্ট রিডিম করেই বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এই ট্রেনে।

ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনসিআরটিসি) কর্তৃক প্রবর্তিত নতুন লয়্যালটি প্রোগ্রামের অধীনে, যাত্রীরা তাঁদের যাত্রায় ব্যয় করা প্রতিটি টাকার জন্য একটি লয়্যালটি পয়েন্ট পাবেন। প্রতিটি পয়েন্টের মূল্য ০.১০ টাকা (১০ পয়সা)।

সেই হিসাবে যাত্রীরা কমপক্ষে ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে পারলে, তারা বিনামূল্যে ভ্রমণের জন্য সেগুলি রিডিম করতে পারবেন। প্রক্রিয়াটি সহজ করার জন্য, সিস্টেমটি যাত্রীদের একবারে পাঁচটি ট্রিপ পর্যন্ত পয়েন্ট রিডিম করার অনুমতিও দেয়।

রিডিম করা ট্রিপগুলি সাত দিনের জন্য বৈধ থাকে। NCMC ব্যবহারকারীদের জন্য, প্রতিটি কার্যক্ষম দিনের শেষে লয়্যালটি পয়েন্ট তাদের অ্যাকাউন্টে জমা হয় এবং পরের দিন প্রতিফলিত হয়।

উদাহরণস্বরূপ, ভ্রমণে ১০০ টাকা খরচ করলে ১০০ টাকা মূল্যের ১০ পয়েন্ট পাওয়া যায়। যাত্রীরা টিকিট ভেন্ডিং মেশিন (TVM), টিকিট রিডার বা টিকিট কাউন্টারে তাদের জমা হওয়া পয়েন্টগুলি পরীক্ষা করতে পারেন। নমো ভারত অ্যাপ ব্যবহারকারীরা ‘অ্যাকাউন্ট’ বিভাগের মাধ্যমে সহজেই তাদের পয়েন্টগুলি ট্র্যাক এবং রিডিম করতে পারেন।

লয়্যালটি পয়েন্ট অপশন নির্বাচন করে, রিডিম নির্বাচন করে, যাত্রীরা টিকিট বুক করতে পারেন। তাঁদের নির্বাচিত স্টেশনগুলির মধ্যে ভাড়ার উপর ভিত্তি করে পয়েন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। কর্মকর্তাদের মতে, এই প্রোগ্রামটির লক্ষ্য কাগজবিহীন টিকিটিং প্রচার করা।