Dearness Allowance: ফের বাড়ল কেন্দ্রীয় কর্মচারীদের DA, রাজ্যের সঙ্গে পার্থক্য হয়ে গেল ৩৭ শতাংশ
Dearness Allowance: এর আগে ২০২৪ সালের জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়িয়েছিল কেন্দ্র। ৫০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৫৩ শতাংশ।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য বেড়ে দাঁড়াল ৩৭ শতাংশ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ৪৮ লক্ষ ৬৬ হাজার বর্তমান কর্মচারী ও ৬৬ লক্ষ ৫৫ হাজার পেনশনভোগী লাভবান হবেন। ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর ফলে কেন্দ্রের বছরে ৬৬১৪.০৪ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের ফর্মুলা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের জুলাইয়ে ৩ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়েছিল কেন্দ্র। ৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। সেটাই এবার বেড়ে হল ৫৫ শতাংশ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘভাতা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
এই খবরটিও পড়ুন




কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়ছে। এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মহার্ঘভাতা বাড়ানোর কথা রাজ্য বাজেটেই ঘোষণা করা হয়েছিল। তারপর নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘভাতার পার্থক্যের কথা তুলে ধরেছিলেন তাঁরা। ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা হয় ১৮ শতাংশ। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা আরও ২ শতাংশ বাড়ল। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য দাঁড়াল ৩৭ শতাংশ।





