Pawan Kalyan’s Wife: দুজনকে ডিভোর্স, রুশ মডেলই এখন অন্ধ্রের নয়া উপমুখ্যমন্ত্রীর বউ

Pawan Kalyan’s Wife: বুধবার (১২ জুন) অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেগু চলচ্চিত্র জগতের সুপারস্টার তথা জনসেনা পার্টির প্রধান, পবন কল্যাণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন রুশ মডেল আনা লেজনেভা। অনেকেই জানেন না, আনাকে বিয়ে করার আগেও দুবার বিয়ে করেছিলেন পবন, বিচ্ছেদও হয়েছে দুবার।

Pawan Kalyan’s Wife: দুজনকে ডিভোর্স, রুশ মডেলই এখন অন্ধ্রের নয়া উপমুখ্যমন্ত্রীর বউ
রুশ বউয়ের সঙ্গে পবন কল্যাণImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 12, 2024 | 6:41 PM

হায়দরাবাদ: বুধবার (১২ জুন) অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর সঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেগু চলচ্চিত্র জগতের সুপারস্টার তথা জনসেনা পার্টির প্রধান, পবন কল্যাণ। সিনেমা জগতের মতোই রাজনীতির জগতেও তিনি সমান সফল। তবে, জনমানসে চর্চা চলছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। আসলে, রাজ্য নির্বাচনে জনসেনা পার্টির ঐতিহাসিক জয়ের পর, তাঁকে বাড়িতে স্বাগত জানিযেছিলেন তাঁর স্ত্রী আনা লেজনেভা। একেবারে ভারতীয় পোশাকে এই শ্বেতাঙ্গিনী আরতি করে, কপালে টিকা লাগিয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন পবন কল্যাণকে। সেই মুহূর্তের ভিডিয়োটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়। তারপর থেকেই আনা লেজনেভা সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে জনগণের মধ্যে। কে তিনি? পবন কল্যাণের সঙ্গে তাঁর আলাপ হল কোথায়?

অনেকেই জানেন না, দক্ষিণী চিত্রতারকা পবন কল্যাণ তিন-তিনবার ছাদনাতলায় গিয়েছেন। তাঁর প্রথম স্ত্রী নন্দিনী তাঁকে আদালতে দৌড় করিয়েছিলেন। পবন সিনেমার জগতে আসার আগে থেকেই প্রেম ছিল দুজনের। কিন্তু, বিয়ে বেশিদিন টেকেনি তাঁদের। ৫ কোটি টাকা খোরপোষ দিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়েছিলেন পবন কুমার। নন্দিনীর সঙ্গে ডিবোর্সের মামলা চলাকালীনই, সহ-অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে লিভ ইন করা শুরু করেছিলেন পবন। নন্দিনীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, ২০০৯ সালে রেণুকে বিয়ে করেছিলেন পবন। সেই বিয়েও অবশ্য টিকেছিল ২০১২ অবধি। এরপরই পবনের জীবনে এসেছিলেন আনা।

আনা লেজনেভা হলেন একজন রুশ মডেল তথা অভিনেত্রী। ২০১১ সালে, ‘তিন মা’ সিনেরাম শুটিংয়ে পবনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। দ্রুত একে অপরের প্রেমে পড়েছিলেন। দুই বছর ধরে প্রেমপর্ব চলার পর, ২০১৩-র ৩০ সেপ্টেম্বর, তাঁরা বিয়ে করেছিলেন। ২০১৭ সালে জন্ম নেয় তাঁদের শিশুপুত্র, মার্ক শঙ্কর পবনোভিচ। আনারও আগে একবার বিয়ে হয়েছিল এবং ভেঙেও গিয়েছিল। সেই বিয়ে থেকে তাঁর, পোলেনা অঞ্জনা পাওনোভা নামে একটি মেয়ে ছিল। অপর তিন সন্তানের সঙ্গে পবন কল্যাণ, তাঁকেও নিজের মেয়ে হিসেবেই বড় করেছেন।

আনা এবং পবনের সম্পর্কও ভাঙতে চলেছে বলে গুজব ছড়িয়েছিল গত বছর। বিভিন্ন অনুষ্ঠানে পবনের সঙ্গে দেখা যাচ্ছিল না আনাকে। তা থেকেই তাঁদেরও বিচ্ছেদ হচ্ছে বলে গুজবের সূচনা হয়েছিল। তবে, পবন কল্যাণ ভোটে জেতার পর, তাঁকে যেভাবে বাড়িতে অভ্যর্থনা জানিয়েছেন আনা, তাতে এই গুজব এখন পিছনের সারিতে চলে গিয়েছে। বুধবার অন্ধ্রের নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আনা।