মহার্ঘ তরল সোনা! ‘এটাই বিকল্প শক্তির জন্য সঠিক সময়’, দাবি গডকরীর

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বিকল্প জ্বালানি হিসেবে বিদ্যুৎকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ নেওয়া শুরু করেছেন।

মহার্ঘ তরল সোনা! 'এটাই বিকল্প শক্তির জন্য সঠিক সময়', দাবি গডকরীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 4:38 PM

নয়া দিল্লি: তরতরিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel price hike)। রাজস্থানে পেট্রোল প্রতি লিটার ১০০ টাকা ছাড়িয়েছে। বাজেটের আগে থেকেই বাড়তে শুরু করেছিল তরল সোনার দাম। ক্রমাগত উর্ধ্বগমনের ফলে জেরবার মধ্যবিত্তরা। এমতাবস্থায় বিকল্প জ্বালানি ব্যবহারে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী মঙ্গলবার বিকল্প জ্বালানির ব্যবহারকে পূর্ণ সমর্থন করে জানান, এটাই সঠিক সময় যখন দেশ পেট্রোল-ডিজেল ছেড়ে অন্য বিকল্পের প্রতি ঝুঁকবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরীর জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বিকল্প জ্বালানি হিসেবে বিদ্যুৎকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ নেওয়া শুরু করেছেন। তাঁর মতে, বিদ্যুতকে বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করার জন্য যথেষ্ট উদবৃত্ত বিদ্যুৎ রয়েছে দেশে।

‘বিকল্প শক্তির জন্য এটাই সঠিক সময়’

লিথিয়াম আয়ন ব্যাটারি:

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী  জানান, দেশে লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি হচ্ছে। যা ভবিষ্যতে দেশের জ্বালানির চাহিদা পূরণ করতে পারে। এখন চিনের মতো দেশে লিথিয়াম আয়ন ব্যাটারির প্রচলন রয়েছে। দেশেও আগে থেকেই এই ব্যাটারি তৈরি হচ্ছে বলে জানান তিনি।

জীবাশ্ম জ্বালানির আমদানি:

জ্বালানির ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়াও বিকল্প হিসেবে উঠে এসেছে জীবাশ্ম জ্বালানির কথা। দেশে এখন ৮ লক্ষ কোটি টাকার জীবাশ্ম জ্বালানি আমদানি হয়। সে বিষয়ে গডকরী জানান, বিশ্ব বাজারে জীবাশ্ম জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। ভারতের প্রায় ৭০ শতাংশ জীবাশ্ম জ্বালানি আমদানি হয়। তাই বিশ্ব বাজারে দামবৃদ্ধি সমস্যার একটি কারণ হতে পারে। তবে নিতিন গডকরীর মতে, দেশে বিকল্প শক্তির ব্যবহারে আরও দ্রুত পদক্ষেপ করতে হবে। তিনি জানান, ইতিমধ্যেই দেশে জৈব সিএনজি ট্রাক্টরের ব্যবহার শুরু হয়েছে। সেগুলির আরও দ্রুত বৃদ্ধি ঘটিয়ে দেশজুড়ে বিকল্প শক্তির প্রসারের উদ্যোগ নিতে হবে।