PK : সরাসরি নির্বাচনে অংশ নেবেন পিকে? যা জানালেন ভোটকুশলী…
PK : সরাসরি নির্বাচনে অংশ নেবেন প্রশান্ত কিশোর? সাংবাদিকদের প্রশ্নে তিনি জানিয়েছেন, তিনি এই বিষয়ে আগ্রহী নন।
পটনা: অন্যান্য রাজনৈতিক দলের হয়ে ভোট সমীকরণ তৈরি করেন। নিজে একসময় সক্রিয় রাজনীতিতে থাকলেও এখন তা অতীত। তবে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে পুনরায় অভিষেকের প্রসঙ্গ উঠলেও তা কয়েকদিন পর থিতু হয়ে গিয়েছে। মাঝে বিহারে আলাদা করে নিজের রাজনৈতিক দল গঠনের জল্পনাও শুরু হয়েছিল। তবে তিনি নিজেই সেই বিতর্কে জল ঢেলেছিলেন। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার তাঁর আর কোনও সম্ভাবনা রয়েছে কি না প্রশ্ন উঠলে প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন।
এদিন একটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে পিকে আগামী কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উড়িয়ে দেন। তবে তিনি নিজের রাজ্য বিহারকে আরও ভালভাবে গড়ে তোলার প্রতিশ্রুতির কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। শনিবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি জেডি(ইউ) নেতাদের উদ্দেশে ক্ষোভ উগরে দেন। এই জেডি(ইউ) নেতারা পিকে রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন ধান্দাবাজ লোক বলে তোপ দেগেছিলেন। সেই নেতাদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রশ্ন করতে বলেন, ‘তিনি আমাকে নিজের বাসভবনে কেন দু’বছর ধরে বসিয়ে রেখেছিলেন?’ তারপর তাঁকে লাগাতার প্রশ্ন করা হয় তিনি নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশ নিতে চান কি না। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন,’আমি কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? আমার এই ধরনের কোনও আকাঙ্খা নেই।’
প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকে পশ্চিম চম্পারণ জেলা থেকে পদযাত্রায় বেরিয়েছেন প্রশান্ত কিশোর। রাজ্য়ের বিভিন্ন জেলা ঘুরে ঘুরে প্রায় ৩৫০০ কিলোমিটার এই যাত্রা চলবে। সময় লাগবে প্রায় ১২ থেকে ১৮ মাস। এদিকে রাহুল গান্ধী যে সময় ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন সেই একই সময়ে পদব্রজে বেরিয়েছেন ভোটকুশলী পিকে। অনেকের মতে, এই পদযাত্রা পিকের নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার প্রবেশ পথ। যাত্রা শেষেই তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন। তবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন ভোটকুশলী।