জেলায় জেলায় পৌঁছবে অক্সিজেন, সঙ্কটময় পরিস্থিতিতে চমক মোদীর

মূলত রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্ত করা ও জনস্বাস্থ্য পরিষেবায় উন্নতি করাই প্রকল্পের লক্ষ্য

জেলায় জেলায় পৌঁছবে অক্সিজেন, সঙ্কটময় পরিস্থিতিতে চমক মোদীর
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 4:37 PM

নয়া দিল্লি: দেশে করোনার (COVID) করাল থাবা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছে একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। অক্সিজেনের অভাবে ধুঁকছে রাজধানী। সেনা, অক্সিজেন এক্সপ্রেস চালিয়েও সমাধান হচ্ছে না প্রাণবায়ু সঙ্কটের। এমতাবস্থায় আগেই কেন্দ্র ঘোষণা করেছিল পিএম কেয়ারস ফান্ডের টাকায় তৈরি হবে অক্সিজেন প্ল্যান্ট। এ বার সেই ঘোষণায় সিলমোহর পড়ল। পিএম কেয়ারস ফান্ডের টাকায় তৈরি হবে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট যা চিকিৎসার কাজে লাগবে।

এই অক্সিজেন প্ল্যান্টগুলি যাতে অতি দ্রুত স্থাপিত হয়, সে বিষয়ে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলায় জেলায় অক্সিজেনের জোগান দেবে এই প্ল্যান্টগুলি। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা হেড কোয়ার্টার ও সরকারি হাসপাতালে তৈরি হবে এই অক্সিজেন প্ল্যান্টগুলি। পুরো বিষয়ের তত্ত্বাবধানে থাকবে স্বাস্থ্যমন্ত্রক। আগেই পিএম কেয়ারস ফান্ডের ২০১ কোটি টাকা ১৬২টি অক্সিজেন প্ল্যান্টের জন্য ঘোষণা করেছে কেন্দ্র।

মূলত রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্ত করা ও জনস্বাস্থ্য পরিষেবায় উন্নতি করাই প্রকল্পের লক্ষ্য। এই অক্সিজেন প্ল্যান্টগুলি রাজ্যের অক্সিজেনের চাহিদা মেটাবে। যার মাধ্যমে রাজ্য়ের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ হবে। যা করোনা রোগী তো বটেই অন্যান্য রোগীদেরও চাহিদা মেটাবে। দেশে অক্সিজেনের অভাবে বারবার রোগী মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। শুক্রবারই অক্সিজেনের অভাবে দিল্লিতে ২৫ জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন। শনিবারে সকালে পঞ্জাবের অমৃতসরেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু হয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে অক্সিজেন জোগানের জন্য কেন্দ্রের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ২৭৬৭ জনের। যা এখনও অবধি দেশে সর্বোচ্চ মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১৭ হাজার ১১৩ জন। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২-এ। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩১১।

আরও পড়ুন: ‘অক্সিজেনের কোনও অভাবই নেই, পর্যাপ্ত আছে রেমডিসিভির’, দাবি যোগীর