AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biotech Startup Expo 2022 : খুলেছে নয়া দিগন্ত, লাফিয়ে বাড়ছে স্টার্টআপের সংখ্যা, বায়োটেক এক্সপো উদ্বোধন করে জানালেন মোদী

Biotech Startup Expo 2022 : বৃহস্পতিবার দু'দিনের বায়োটেক এক্সপো ২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এদিন বলেন, গত ৮ বছরে ৭০ হাজারেরও বেশি স্টার্টআপ শুরু হয়েছে। এর মধ্যে বায়োটেক সেক্টরেই শুরু হয়েছে ৫ হাজারেরও বেশি স্টার্টআপ।

Biotech Startup Expo 2022 : খুলেছে নয়া দিগন্ত, লাফিয়ে বাড়ছে স্টার্টআপের সংখ্যা, বায়োটেক এক্সপো উদ্বোধন করে জানালেন মোদী
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 12:15 PM
Share

নয়া দিল্লি : বৃহস্পতিবার বায়োটেক স্টার্টআপ এক্সপো ২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া দিল্লির প্রগতি ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বায়োটেকনোলজি বিভাগ ও বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসটেন্স কাউন্সিল (BIRAC) দু’দিনের এই বায়োটেক স্টার্টআপ এক্সপো ২০২২ এর আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী দেশের বায়োটেক সেক্টরের অগ্রগতির কথা তুলে ধরেছেন। তিনি এদিন বলেছেন,

  1. দেশের প্রথম বায়োটেক স্টার্ট আপ এক্সপোর আয়োজনের জন্য , অংশগ্রহণের জন্য এবং বিশ্বে ভারতের শক্তির পরিচয় করানোর জন্য আপনাদের অভিনন্দন
  2. এই এক্সপো ভারতের বায়োটেক ক্ষেত্রের বৃদ্ধির প্রতিফলন। গত ৮ বছরে ভারতের বায়ো ইকোনমি ৮ গুণ বেড়ে গিয়েছে। ভারত বায়োটেকের গ্লোবাল ইকোসিস্টেমের শীর্ষের ১০ দেশের তালিকায় জায়গা করে নেওয়ার থেকে বেশি দূরে নেই।
  3. এই ক বছরের বায়োইকোনমির যে বিস্তার হয়েছে তাতে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসোসিয়েট কাউন্সিল (BIRAC)-র বড় ভূমিকা ছিল। বাইরেকের ১০ বছরের এই সফল যাত্রায় অনেক অভিনন্দন।
  4. যখন ভারত আজাদি কা অমৃতমহোৎসব পালন করছে। আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য ঠিক করছে। তখন দেশের বিকাশে গতি আনতে বায়োটেক সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে যে ই-পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেখানে ৭৫০ বায়োটেক প্রোডাক্ট তালিকাভুক্ত করা হয়েছে। এটি ভারতের বায়ো ইকোনমির সামর্থ, বিবিধতা ও বিস্তারকে তুলে ধরে।
  5. বিশ্বে আমাদের তথ্যপ্রযুক্তিতে কর্মরত ব্যক্তিদের কর্মদক্ষতা ও অভিনবত্ব নিয়ে যে ভরসা তৈরি হয়েছে তা একটি উচ্চতায় পৌঁছেছে।
  6. আজ ভারতে বায়োটেকের ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে। সবাই সে কথা মানছেন। এর পিছনে ৫টি বড় কারণও রয়েছে। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের জলবায়ু, ভারতের প্রতিভাবান মানুষ, ভারতে ব্যবসা করা আরও সহজতর করার জন্য ক্রমবর্ধমান প্রয়াস, ভারতে ক্রমবর্ধমান বায়ো প্রোডাক্টের চাহিদা ও ভারতের বায়োটেক সেক্টরের সাফল্যের ট্র্য়াক রেকর্ড।
  7. গত আট বছরে সরকার দেশের ক্ষমতা বাড়ানোর জন্য় অনবরত কাজ করে গিয়েছে। ভারতের বিভিন্ন সেক্টরের ক্ষেত্রেও সবকা সাথ সবকা বিকাশ প্রযোজ্য। একটা সময় ছিল যখন দেশের হাতে গোনা কিছু সেক্টরকেই মজবুত করা হচ্ছিল এবং বাকি সেক্টরের প্রতি নজর দেওয়া হত না। আমরা এই চিন্তাধারায় পরিবর্তন এনেছি। প্রতিটি সেক্টরের প্রতি নজর দিয়েছি।
  8. গত আট বছরে আমাদের দেশে স্টার্ট আপের সংখ্যা একশো থেকে বেড়ে ৭০ হাজারে পৌঁছে গিয়েছে। ৭০ হাজার স্টার্ট আপ প্রায় ৬০ টি ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়েছে। এর মধ্যেও ৫ হাজারের বেশি স্টার্ট আপ বায়োটেকের সঙ্গে যুক্ত।