Narendra Modi: বিজেপির মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক মোদীর

BJP: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 'হর ঘর নল সে জল'-এর মত প্রকল্প যাতে সিংহভাগ মানুষের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Narendra Modi: বিজেপির মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক মোদীর
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 11:01 PM

নয়া দিল্লি: বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয়ই ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের চাবিকাঠি, রবিবারের বৈঠকে এমনই বার্তা দেন নমো। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েই হারানো জমি পুনরুদ্ধার করতে হবে বলে এদিন বার্তা দেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের নিয়ে এত বড় বৈঠকে মোদী।

রবিবার দিল্লির দলীয় সদর দফতরে প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের সরকারের উন্নয়নের প্রকল্প এবং তা বাস্তবায়নের ব্লু প্রিন্ট খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যভিত্তিক দলের পারফরম্যান্স নিয়েও মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং ‘হর ঘর নল সে জল’-এর মত প্রকল্প যাতে সিংহভাগ মানুষের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।