PM Modi On Agnipath Recruitment : ‘জনহিতকর প্রকল্পেও রাজনীতির রং লেগে যায়,’ অগ্নিপথ নিয়ে এই প্রথম মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
PM Modi On Agnipath Recruitment : কেন্দ্রের অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলন চলছে। এর মধ্যেই এই নিয়োগ নিয়ে প্রথম মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি : কেন্দ্রের তরফে সম্প্রতি ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের আগুন দেখা গিয়েছে। কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতা করছে দেশের যুব সম্প্রদায়ের একাংশ। পাশাপাশি সুর চড়িয়েছে বিরোধীরা। দেশের সামরিক বাহিনীতে এই চুক্তিভিত্তিক নিয়োগে নিয়ে উত্তপ্ত হয়েছে দেশের বিভিন্ন এলাকা। এবার এই প্রথম কেন্দ্রের প্রকল্প নিয়ে মন্তব্য় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘অগ্নিপথের’ সমর্থনে এদিন তিনি বলেছেন, দেশের নাগরিকদের মঙ্গলের জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়। কিন্তু তাতে রাজনীতির রং লেগে আসল উদ্দেশ্য পূরণ হয় না।
রবিবার নয়া দিল্লিতে প্রগতি ময়দানের মূল টানেল ও ভূগর্ভ পথ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকেই তিনি এদিন বলেছেন, ‘গতবছর প্রতিরক্ষা কমপ্লেক্সের উদ্বোধনেরও সুযোগ পেয়েছিলাম। দেশের জন্য অনেক ভাল জিনিস ভাল উদ্দেশ্য নিয়ে করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে,তাতে রাজনীতির রং লেগে যায়।’ উল্লেখ্য, সম্প্রতি ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জায়গায় বিচ্ছিন্ন অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে। বিহার ও উত্তর প্রদেশে একাধিক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তেলঙ্গনায় বিক্ষোভ চলাকালীন ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে। দেশজুড়ে একাধিক বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে। এদিকে বিরোধীরাও এই প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
এর আগেও তিন কৃষি আইন, সিএএ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের ছবি নাগরিকদের পরিচিত। কেন্দ্রের দাবি, এই সব প্রকল্পই নাগিরকদের হিতের জন্য আনা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক বিরোধী দল শুধুমাত্র বিজেপি বিরোধিতার জন্য় মানুষকে এইসব প্রকল্প নিয়ে ভুল বুঝিয়েছে। এইসব জনহিতকর প্রকল্পকে রাজনীতির ময়দানে ঢাল হিসেবে ব্যবহার করছে বিরোধীরা। মোদী এদিন তাঁর মন্তব্যের মাধ্যমে সেই ইঙ্গিতই দিলেন।