PM Narendra Modi: ‘রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না’, NDA সাংসদদের নির্দেশ প্রধানমন্ত্রীর

PM Narendra Modi-Rahul Gandhi: গতকাল লোকসভার হই-হট্টগোলের পরই আজ, মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের বলেন যে তাঁরা যেন সংসদের আচরণবিধি অনুসরণ করেন। তাঁদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। কেউ যেন রাহুল গান্ধীর মতো ব্যবহার না করেন।

PM Narendra Modi: 'রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না', NDA সাংসদদের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাহুলের মতো আচরণ না করার পরামর্শ প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 02, 2024 | 11:47 AM

নয়া দিল্লি: সংসদে রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক। হিন্দুদের অপমান করে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা, এমনটাই অভিযোগে সরব হয়েছে বিজেপি সহ শরিকি দলগুলি। এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার তুমুল উত্তেজনা ছড়ায় সংসদে। এরপরই আজ এনডিএ সাংসদদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল লোকসভার হই-হট্টগোলের পরই আজ, মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের বলেন যে তাঁরা যেন সংসদের আচরণবিধি অনুসরণ করেন। তাঁদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। কেউ যেন রাহুল গান্ধীর মতো ব্যবহার না করেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ও এনডিএ-র সাংসদ। বৈঠক শেষে কিরণ রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী আজ আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদে সাংসদরা আসেন দেশের সেবা করতে। তাঁরা যেন সেই বিষয়টিকেই গুরুত্ব দেন। সংসদে কীভাবে কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ব্যবহার করেছেন, তিনি স্পিকারকে অপমান করেছেন। আমরা এই ধরনের আচরণ করব না। এটাই আমাদের শিক্ষা।”