PM Modi-Egypt President: ‘এই যুদ্ধের শেষ কোথায়?’ মিশরের প্রেসিডেন্টকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদীর
Israel Hamas Conflict: এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "গতকাল মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। পশ্চিম এশিয়ায় যেভাবে মানবিক ও নিরাপত্তা ব্যবস্থার অবনতি হচ্ছে, তা নিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি আদান-প্রদান করেছি।"
নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর মধ্যে যুদ্ধ ২৩ দিন পার করল। হামাসের আক্রমণের পাল্টা জবাব দিতে গাজায় লাগাতার অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। যুদ্ধের প্রভাব পড়ছে ইজরায়েল-প্যালেস্তাইনের পড়শি দেশগুলির ওপরও। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই এবার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসি-র সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতা পশ্চিম এশিয়ায় ক্রমাগত খারাপ থেকে খারাপতর হয়ে চলে সুরক্ষা অবস্থা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, হিংসা ও নিরাপরাধ নাগরিকদের মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী ও মিশরের প্রেসিডেন্ট।
জানা গিয়েছে, শনিবার রাতে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল সিসির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল-হামাসের যুদ্ধের জেরে আট হাজারেরও বেশি নাগরিকের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। যুদ্ধে প্রভাবিতদের কাছে দ্রুত ত্রাণ সরবরাহ করা এবং দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তাঁরা।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “গতকাল মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল। পশ্চিম এশিয়ায় যেভাবে মানবিক ও নিরাপত্তা ব্যবস্থার অবনতি হচ্ছে, তা নিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি আদান-প্রদান করেছি। দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো এবং ত্রাণ মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা দুইজনই সহমত পোষণ করেছি।”
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে মিসাইল হামলা চালায় হামাস। ওই হামলায় কমপক্ষে ১৪০০ নাগরিকের মৃত্য়ু হয়। পাল্টা জবাবে গাজায় আক্রমণ করছে ইজরায়েলি সেনা। সেই হামলায় কমপক্ষে ৮ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে অর্ধেকই শিশু।