১০ বছরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১৮ শতাংশ উত্থান ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির, অভিনন্দন মোদীর

World Rankings of Indian Institution: এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, "বিগত এক দশক ধরে আমরা শিক্ষা সেক্টরে গুণগত পরিবর্তনের উপরে বিশেষ জোর দিয়েছি। এর প্রতিফলন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়েও দেখা গিয়েছে।"

১০ বছরে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১৮ শতাংশ উত্থান ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির, অভিনন্দন মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 07, 2024 | 9:22 AM

নয়া দিল্লি: আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ক্রমশ বাড়ছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির স্থান। বিগত ১০ বছরে ৩১৮ শতাংশ বেড়েছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির র‌্যাঙ্কিং। এই সাফল্য নিয়ে সমস্ত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৫ সালে যেখানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মাত্র ১১টি ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল, সেখানেই বর্তমানে ৪৬টি ভারতীয় বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিগত ১০ বছরে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির র‌্যাঙ্কিং ৩১৮ শতাংশ বেড়েছে। যা জি-২০ অন্তর্গত দেশগুলির মধ্যে সেরা।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিগত এক দশক ধরে আমরা শিক্ষা সেক্টরে গুণগত পরিবর্তনের উপরে বিশেষ জোর দিয়েছি। এর প্রতিফলন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়েও দেখা গিয়েছে। সমস্ত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানগুলিকে তাদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি ভালবাসার জন্য় অভিনন্দন। এই দফাতেও আমরা গবেষণা ও উদ্ভাবনের উপরে বিশেষ জোর দেব।”