Rozgar Mela: ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আগামী দিনে গাড়ি, ওষুধ, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। ২০৩০ সালের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে ১৩ কোটির বেশি নতুন চাকরির সুযোগ আসতে পারে।"

Rozgar Mela: ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 3:20 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে কর্মসংস্থানের নতুন দিশা উন্মোচিত হয়েছে। রাখিবন্ধন উৎসবের আগে সোমবার ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র (Appointment letter) দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রাষ্ট্রীয় রোজগার মেলা (Rozgar Mela)-র অধীনেই এদিন ৫১ হাজার পুরুষ ও মহিলাকে পুলিশ, সেনা সরকারের বিভিন্ন দফতরে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী। আর ‘স্বাধীনতার অমৃতকাল’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই নিয়োগের নাম দিলেন ‘অমৃত রক্ষক’ (Amrit Rakshak)।

এর আগেও রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে কয়েক হাজার যুবকে সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার যুবকে চাকরির নিয়োগপত্র দিলেন তিনি। এঁদের মূলত, পুলিশ কনস্টেবল (জেনারেল ডিউটি), সাব-ইন্সপেক্টর (জেনারেল ডিউটি) এবং নন-জেনারেল ডিউটি ক্যাডার পোস্টে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই CAPF, CRPF, BSF, SSB, CISF, ITBP, অসম রাইফেলস এবং দিল্লি পুলিশের বিভিন্ন বিভাগেই কর্মী নিয়োগ করা হয়।

এদিন সেনা ও পুলিশ বিভাগে চাকরির নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আগামী দিনে গাড়ি, ওষুধ, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে। ২০৩০ সালের মধ্যে এই সমস্ত ক্ষেত্রে ১৩ কোটির বেশি নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিশেষত, গাড়ি ও ওষুধ ক্ষেত্রে তরুণদের জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে।” দেশের বিভিন্ন প্রান্তে, ৪৫টি জায়গায় রাষ্ট্রীয় রোজগার মেলা হবে বলেও সূত্রের খবর।

এদিকে, যে সমস্ত তরুণ ও যুবদের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, ‘কর্মযোগী প্রারম্ভ’ প্রকল্পের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়ানো হবে। এর জন্য অনলাইন পোর্টাল ‘কর্মযোগী ভারত পোর্টাল’ চালু রয়েছে। প্রার্থীরা যে কোনও জায়গা ও যে কোনও ডিভাইস থেকে অনলাইনে ৬৭০টির বেশি কোর্সে প্রশিক্ষণ নিতে পারবেন।