Video: চায়ের দোকানের বিল মিটিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে UPI সিস্টেম বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

Chai pe charcha: হাওয়া মহলের কাছেই একটি চায়ের দোকানে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে চায়ে পে চর্চা-য় বসেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই ম্যাক্রঁকে ইউপিআই সিস্টেম বোঝান প্রধানমন্ত্রী মোদী। এর মাঝে জয়পুরে একটি মার্কেটে গিয়ে রাম মন্দিরের রেপ্লিকাও ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

Video: চায়ের দোকানের বিল মিটিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে UPI সিস্টেম বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
ফ্রান্সের প্রেসিডেন্টকে ইউপিআই সিস্টেম বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 11:13 PM

জয়পুর: ভারতের ডিজিটালি লেনদেনের অন্যতম মাধ্যম হল UPI সিস্টেম। ইতিমধ্যে বিদেশেও প্রশংসিত হয়েছে এই সিস্টেম। এবার সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁকে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) সিস্টেম সম্পর্কে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। শুধু মৌখিকভাবে বোঝানো নয়, জয়পুরে হাওয়া মহলের কাছে একটি চায়ের দোকানে বসে চা পান করার পর ইউপিআই মাধ্যমে বিলও মেটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর চা পান করে ইউপিআইয়ের মাধ্যমে বিল মেটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর একটি চায়ের দোকানে বসে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজস্থানি পোশাক পরিহিত ওই চায়ের দোকানি। তিনি তাঁর দোকানের ও স্থানীয় খাবারের কথা ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তুলে ধরছেন। প্রধানমন্ত্রীও সেখানকার চা ও খাবারের মানের প্রশংসা করছেন। তারপর নিজের মোবাইল ফোন থেকে ইউপিআই মাধ্যমে চায়ের বিল মিটিয়ে পদ্ধতিটি ফ্রান্সের প্রেসিডেন্টকে বোঝান প্রধানমন্ত্রী। ম্যাক্রঁও বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। বলা যায়, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ‘চায়ে পে চর্চা ও ইউপিআই সে খরচা’ করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবেই দু-দিনের সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। রাজস্থানের অম্বর ফোর্ট, সৌরমন্দির পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জয়পুরে রোড শো করেন তিনি। যন্তর মন্তর থেকে হাওয়া মহল পর্যন্ত রোড শো করেন। তারপর হাওয়া মহলের কাছেই একটি চায়ের দোকানে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে চায়ে পে চর্চা-য় বসেন প্রধানমন্ত্রী মোদী। এর মাঝে জয়পুরে একটি মার্কেটে গিয়ে রাম মন্দিরের রেপ্লিকাও ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।