PM Narendra Modi: শান্ত হচ্ছে মণিপুর, পাশে রয়েছে গোটা দেশ: মোদী

Manipur: মণিপুরের মানুষকে এই শান্তি বজায় রাখতে হবে এবং শান্তির মধ্য দিয়েই মণিপুরের সমস্যার সমাধানের পথ মিলবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: শান্ত হচ্ছে মণিপুর, পাশে রয়েছে গোটা দেশ: মোদী
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে মণিপুর নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 10:52 AM

নয়া দিল্লি: তিন মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর (Manipur)। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। আজ, মঙ্গলবার, ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় (Red Fort) জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সেই মণিপুরের বর্তমান অবস্থা তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে বলে উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের মানুষদেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী (PM Narenddra Modi)।

কিছুদিন আগে পর্যন্ত মণিপুর অশান্ত ছিল বলে এদিন জাতির উদ্দেশে ভাষণে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরের হিংসা, মহিলাদের উপর অত্যাচারের কথা কার্যত স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে উত্তর-পূর্বাঞ্চল, বিশেষত মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি ছিল। অনেক হিংসার সাক্ষী হয়েছে মণিপুর। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, মা-বোনেদের সম্মান নষ্ট হয়েছে। তবে গত কয়েকদিন ধরে সেখানে শান্তি ফিরে এসেছে বলে খবর মিলেছে।”

গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে বলে এদিন লালকেল্লা থেকে মণিপুরবাসীকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ধীরে-ধীরে মণিপুরে শান্তি ফিরে আসছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার মণিপুরের শান্তি ফেরাতে অনেক প্রচেষ্টা চালিয়েছে। গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। মণিপুরের মানুষকে এই শান্তি বজায় রাখতে হবে।” শান্তির মধ্য দিয়েই মণিপুরের সমস্যার সমাধানের পথ মিলবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, মণিপুরের দুই প্রধান জনজাতি, কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুর। সেই হিংসায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার মানুষ ঘরছাড়া। মহিলারাও চরম নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গত তিনমাস ধরে সেখানে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ। গত মাসে দুই মহিলার চরম অসম্মানের ন্যক্কারজনক ভিডিয়ো প্রকাশ্যে আসে। যার বিরুদ্ধে সোচ্চার হয় গোটা দেশ। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তাঁর সেই আশ্বাসের পরই অভিযুক্তদের গ্রেফতার করে মণিপুর পুলিশ। কিন্তু, তারপরেও সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সরব হন বিরোধীরা। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে মণিপুর নিয়ে বিবৃতি দিয়ে বিরোধীদের অনাস্থার জবাব দেন এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে জয়ী হয় তাঁর সরকার।