PM Narendra Modi: হায়দরাবাদে মেগা রোড-শো মোদীর, উদ্বেলিত জনতা
PM Narendra Modi: হায়দরাবাদে রোড-শোর পাশাপাশি এদিন মহাবুবাবাদ ও করিমনগরে জনসভাও করেন নরেন্দ্র মোদী। জনসভা থেকে মুখ্যমন্ত্রী কেসিআরের (কে চন্দ্রশেখর রাও) দল ভারত রাষ্ট্র সমিতিকে(বিআরএস) আক্রমণ করেন।
হায়দরাবাদ: মাঝে আর ২ দিন। তারপরই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। শেষ পর্বে প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জনসভায় উপচে পড়ছে ভিড়। যা দেখে তিনি উচ্ছ্বসিত। সোমবারও একাধিক জায়গায় জনসভা করলেন মোদী। আবার হায়দরাবাদে রোড-শো করলেন। তাঁর রোড-শোতে রাস্তার দু’ধারে উপচে পড়েছিল ভিড়। রোড-শোর পর টুইটে হায়দরাবাদের মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি যে অভিভূত, সেকথাও জানান।
হায়দরাবাদে রোড-শোর পাশাপাশি এদিন মহাবুবাবাদ ও করিমনগরে জনসভাও করেন মোদী। জনসভা থেকে মুখ্যমন্ত্রী কেসিআরের (কে চন্দ্রশেখর রাও) দল ভারত রাষ্ট্র সমিতিকে(বিআরএস) আক্রমণ করেন। তিনি বলেন, “বিআরএসের নিয়ন্ত্রণ থেকে তেলঙ্গানাকে মুক্ত করা বিজেপির দায়িত্ব। বিজেপি ক্ষমতায় এলে কেসিআরের আমলের বিভিন্ন দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। সেই তদন্ত থেকে ছাড় পাবেন না কেসিআর।”
তেলঙ্গানার যুব সমাজের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিআরএসের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্তরা গারদে যাওয়া থেকে রক্ষা পাবেন না।” জনসভায় ভিড় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানুষ।
তেলঙ্গানার অনুন্নয়নের জন্য কংগ্রেস ও কেসিআরের দলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের বিশ্বাস রয়েছে বিজেপির উপর। বিজেপিকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানুষ।
৩০ নভেম্বর ভোটগ্রহণ তেলঙ্গানায়। ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় এক দফায় নির্বাচন হচ্ছে। ভোটের ফল ঘোষণা ৩ ডিসেম্বর। তেলঙ্গানার পাশাপাশি আরও চার রাজ্যের ফল ঘোষণা হবে ওইদিন।