Semicon India 2023: ‘সেমিকন্ডাক্টর বিপ্লব ঘটছে ভারতে’, সেমিকন ২০২৩-এর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী
Semicon India 2023: উদ্বোধনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করতে দেখা যায়। তাঁকে সেমিকন ইন্ডিয়ায় এক বিশেষ স্মারক দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই স্মারকটির নাম 'চরকা থেকে চিপ'। চরকা কেটে সুতো তৈরির দিন থেকে আজ সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে ভারতের আত্মনির্ভরতার প্রতীক এই স্মারক।
আহমেদাবাদ: শুক্রবার (২৮ জুলাই) গুজরাটের গান্ধীনগরে, মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৩’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেমিকন্ডাক্টর শিল্পের উপর এই প্রদর্শনীর দ্বিতীয় সংস্করণে অংশ নিচ্ছে ফক্সকন, মাইক্রন, এএমডি, আইবিএম, মার্ভেল, বেদান্তর, এলএএম রিসার্চ, এনএক্সপি সেমিকন্ডাক্টরস, এসটিমাইক্রোইলেক্ট্রনিস্ক-এর মতো বহু নামী দামী সেমিকন্ডাক্টর সংস্থা। গোটা বিশ্বে সেমিকন্ডাক্টর উত্পাদন এবং ডিজাইন ইকোসিস্টেমকে পথ দেখানোর ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। উদ্বোধনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করতে দেখা যায়। তাঁকে সেমিকন ইন্ডিয়ায় এক বিশেষ স্মারক দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই স্মারকটির নাম ‘চরকা থেকে চিপ’। চরকা কেটে সুতো তৈরির দিন থেকে আজ সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে ভারতের আত্মনির্ভরতার প্রতীক এই স্মারক। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “ভারতে একটি সেমিকন্ডাক্টর বিপ্লব ঘটছে। সফ্টওয়্যার আপডেট করার মতোই প্রয়োজনীয় এই অনুষ্ঠান। সেমিকন ইন্ডিয়ার মাধ্যমে, শিল্প, বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের মধ্যে সম্পর্কের আপডেট হয়। আমার মতে সম্পর্কের সমন্বয়ের জন্য এটা খুব দরকারি।”
Hon’ble MEIT @AshwiniVaishnaw welcomed Hon’ble Prime Minister @narendramodi with a memento ‘Charkha to Chips’ signifying India’s #Atmanirbharbharat journey.
Watch live updates here : https://t.co/zVXfTg89Mh…… #NewIndia #IndiaTechade@AshwiniVaishnaw @Rajeev_GoI @CMOGuj pic.twitter.com/r2DWkjtJD7
— India Semiconductor Mission (@Semicon_India) July 28, 2023
উদ্বোধনী অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব বলেন, “প্রধানমন্ত্রী মোদী একের পর এক সেক্টরের সংস্কার করেছেন। এর ফলে, ২০১৪ সালে দশম অবস্থান থেকে, ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। তৃতীয় মেয়াদে, প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি এবং নীতিগুলি ভারতকে বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির অন্যতম করে তুলবে। আজ প্রতিটি সেক্টরেই সেমিকন্ডাক্টর প্রয়োজন এবং সেই কারণেই, আত্মনির্ভর ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সেমি-র প্রেসিডেন্ট তথা সিইও, অজিত মনোচা বলেছেন: “গোটা কর্মজীবন জুড়ে, আমাকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের অংশ হতে কি তৈরি ভারত? আজ বলতে পারি, সেই পথে যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো, সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে ভূ-রাজনীতি, দেশীয় নীতি এবং বেসরকারি সেক্টরের সক্ষমতা – সবই ভারতের পক্ষে রয়েছে। বর্তমান সেমিকন্ডাক্টর শিল্প ১ লক্ষ কোটি টাকার শিল্পে পরিণত হতে পারে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এশিয়ায় পরবর্তী পাওয়ার হাউস হবে ভারত।”
A semiconductor revolution is in the offing in India. Addressing the SemiconIndia Conference 2023. https://t.co/KhzIyPyxHt
— Narendra Modi (@narendramodi) July 28, 2023
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনের থিম হল ‘ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে উসকে দেওয়া’। সেমিকন্টাক্টর শিল্পের বিভিন্ন নেতা, অ্যাকাডেমিক ক্ষেত্রের ব্যক্তিবর্গ, গবেষকদের এক জায়গায় জড়ো করার লক্ষ্য নেওয়া হয়েছে। ভারত এবং গুজরাটে সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যতের জন্য এই সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারি বিবৃতি অনুসারে, এই প্রদর্শনীর মূল লক্ষ্য সেমিকন্ডাক্টর উত্পাদনের জটিল প্রক্রিয়া এবং এই ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে সকলকে জানানো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি এবং রেল ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ইলেকট্রনিক্স এবং আইটি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। সম্মেলনের শুরুতেই জানা গিয়েছে, আগামী পাঁচ বছরে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প ক্ষেত্রে ৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষমতা আরও বাড়াবে এই সংস্থা। তারা জানিয়েছে, বেঙ্গালুরুতে তারা তাদের সবথেকে বড় ডিজাইন সেন্টার তৈরি করবে।