Narendra Modi: উন্নত ভারত কেমন হবে, অটল সেতু তারই এক ঝলক: নমো
Atal Setu: প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ করে নির্মিত এই সেতু আরব সাগরের উপর দিয়ে নবি মুম্বইয়ের সঙ্গে দক্ষিণ মুম্বইকে যুক্ত করল এই সেতু। নবনির্মিত এই সেতুর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বললেন, "উন্নত ভারত কী রকম দেখতে হতে চলেছে, এই সেতু হল তার একটি ঝলক।"
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল দেশের দীর্ঘতম সমুদ্র-সেতুর। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীতে শুক্রবার অটল সেতুর উদ্বোধন করলেন নমো। প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ করে নির্মিত এই সেতু আরব সাগরের উপর দিয়ে নবি মুম্বইয়ের সঙ্গে দক্ষিণ মুম্বইকে যুক্ত করল এই সেতু। নবনির্মিত এই সেতুর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বললেন, “উন্নত ভারত কী রকম দেখতে হতে চলেছে, এই সেতু হল তার একটি ঝলক।”
এই অটল সেতু কী বার্তা দিচ্ছে, তাও উদ্বোধনের সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, উন্নত ভারতে প্রত্যেকের জন্য সুবিধা থাকবে, প্রত্যেকের বিকাশ হবে, গোটা দেশে গতি ও উন্নতি থাকবে। উন্নত ভারতে দূরত্ব আরও কমিয়ে আনা হবে। দেশের প্রতিটি কোনা একে অন্যের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও বিঘ্ন থাকবে না। এটাই অটল সেতুর বার্তা। এদিন দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধনের সময় জাপানকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর কথায়, “শিনজ়ো আবের (জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাঁকে ২০২২ সালে হত্যা করা হয়) ভূমিকার কথা আমার মনে পড়ছে। তাঁর সঙ্গেই আমি এই সেতু তৈরির বিষয়ে প্রথম আলোচনা করেছিলাম। মহারাষ্ট্র যখন প্রথমবার ডবল-ইঞ্জিন সরকার পায়, তখন বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল। অটল সেতু কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
মোদী জমানার অন্যতম বড় সাফল্য হল এই সমুদ্র সেতু। প্রায় ২২ কিলোমিটার লম্বা এই সেতুতে ছয় লেনের রাস্তা রয়েছে। এই সেতুর মাধ্যমে নবি মুম্বই বিমানবন্দর ও মুম্বই বিমানবন্দরের মধ্যে সড়়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি মুম্বই থেকে পুণে, গোয়া ও দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হবে।