‘দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাস এনেছে ভ্যাকসিন আবিষ্কার’,পশ্চিম ফ্রেট করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নতুন এই ফ্রেট করিডর হরিয়ানা (Haryana) ও রাজস্থান (Rajasthan)-র মধ্যে সংযোগ স্থাপন করবে। রেওয়ারি, মানেসর, নারনৌলের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সহজেই পৌঁছে দেওয়া যাবে ৩০৬ কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের মাধ্যমে।

'দেশবাসীর মধ্যে আত্মবিশ্বাস এনেছে ভ্যাকসিন আবিষ্কার',পশ্চিম ফ্রেট করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
ফ্রেট করিডরের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। ছবি:ANI
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 5:28 PM

চন্ডীগঢ়: পূর্বের পর এবার পশ্চিম। বৃহস্পতিবার নিউ রেওয়ারি থেকে নিউ মাদার অবধি ৩০৬ কিলোমিটার দীর্ঘ পশ্চিম ফ্রেট করিডর (Western Dedicated Freight Corridor)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একইসঙ্গে দেড় কিমি দীর্ঘ দ্বিতল পণ্যবাহী ট্রেনের (double-stack container train) উদ্বোধনও করলেন তিনি। বিদ্যুৎ চালিত এই ট্রেন নিউ আটেলি থেকে কিষাণগড় অবধি চলবে।

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এই নতুন ফ্রেট করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের পরিকাঠামোকে উন্নত করার যে মহাযজ্ঞ শুরু হয়েছে, তা আজ এক নতুন উচ্চতায় পৌঁছল। গত পাঁচ-ছয় বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পের একটা বড় অংশ আজ বাস্তবে পরিণত হল। বর্তমানে প্রতিটি ভারতীয়ের মন্ত্র হল আমরা থামব না, ক্লান্ত হব না। আমরা সবাই একসঙ্গে দ্রুত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব।”

ফ্রেট করিডর তৈরিতে জাপানের সাহায্যের জন্য তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “ভারতের উন্নয়নের যাত্রায় জাপান ও তার জনগণ বরাবর বিশ্বস্ত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরিতেও জাপান আমাদের আর্থিক ও প্রযুক্তিগত দিক থেকে সহায়তা করে। এজন্য আমি জাপান ও তার জনগণকে ধন্যবাদ জানাই।”

 

দেশে ভ্যাকসিন প্রস্তুতি নিয়েও গর্ব করে প্রধানমন্ত্রী বলেন, “কয়েকদিন আগেই ভারত সরকার দুটি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে, যা সম্পূর্ণভাবে দেশেই তৈরি হয়েছে। দেশে তৈরি এই ভ্যাকসিন সকলের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের যোগান দিয়েছে।”

আরও পড়ুন: ‘মনমোহন মনোনিত, মোদী প্রধানমন্ত্রিত্ব অর্জন করেছেন’

পশ্চিম ফ্রেট করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র, রেলমন্ত্রী পিযুষ গোয়েল, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রমুখ।

নতুন এই ফ্রেট করিডর হরিয়ানা (Haryana) ও রাজস্থান (Rajasthan)-র মধ্যে সংযোগ স্থাপন করবে। রেওয়ারি, মানেসর, নারনৌলের বিভিন্ন শিল্পকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সহজেই পৌঁছে দেওয়া যাবে ৩০৬ কিলোমিটার দীর্ঘ এই ফ্রেট করিডরের মাধ্যমে।

আরও পড়ুন: ‘আন্দোলনকারী কৃষকরা কি করোনা থেকে সুরক্ষিত?’ কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের