PM Narendra Modi: প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের কর্মসংস্থানে নতুন দিশা, উত্তরাখণ্ডে রোজগার মেলার সূচনা করে দাবি মোদীর
তরুণ প্রজন্ম যাতে নিজেদের গ্রামে ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোজগার মেলার উদ্বোধন করে বড় বিনিয়োগের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
দেরাদুন: গ্রামের ছেলেদের আর চাকরির জন্য বাইরে যেতে হবে না। রাজ্যেই শিল্পের পরিকাঠামো গড়ে তুলতে বড় বিনিয়োগ করা হচ্ছে। যুবদের জন্য নতুন কর্মসংস্থান হবে। সোমবার উত্তরাখণ্ডে রোজগার মেলা-র উদ্বোধন করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “নির্মাণ, ইঞ্জিনিয়ারিং অথবা কাঁচামালের ব্যবসা এবং ছোট ব্যবসায় কাজের সুযোগ বাড়ছে। তার সঙ্গে পরিবহণ সেক্টরের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফলে উত্তরাখণ্ডের যুবরা নতুন কাজের সুযোগ পাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রা যাতে সহজ হয়, তার জন্য সরকার শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করছে।”
এদিন মূলত ভার্চুয়ালি উত্তরাখণ্ড রোজগার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলার উদ্বোধন করে তিনি বলেন, “যুবরা যাতে ঘরের কাছেই কাজের সুযোগ পায়, তার জন্য এই পাহাড়ি এলাকাতেও বড় মাত্রায় বিনিয়োগ করছে সরকার।” এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পুরোনো ধ্যানধারণা ‘পাহাড় কা পানি অর পাহাড় কি জওয়ানি পাহাড় কে কাম নেহি আতি।’ আমাদের এই ধারণা বদল করতে হবে। তাই উত্তরাখণ্ড এবং আমাদের তরুণ প্রজন্ম যাতে নিজেদের গ্রামে ফিরে আসে তার জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দফায় রোজগেলা মেলার সূচনা করেন। যেখানে ৭৫হাজারের বেশি জনের হাতে নতুন নিয়োগপত্র দেওয়া হয়েছে। ১০ লক্ষ চাকরির দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এই মেলার সূচনা হয়েছিল। তারপর থেকে গুজরাট, জম্মু ও কাশ্মীর এবং মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে একই রকম চাকরি মেলার কথা বলেছেন প্রধানমন্ত্রী।