India-Bhutan rail connectivity: এবার রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত ও ভুটান, ওয়াংচুকের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা মোদীর

PM Modi-Bhutan King: পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার বিষয়ে দু-পক্ষই সম্মত হয়েছেন। এছাড়া অসমের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেকপয়েন্ট খোলার ব্যাপারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজা ওয়াংচুকের মধ্যে আলোচনা হয়েছে।

India-Bhutan rail connectivity: এবার রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত ও ভুটান, ওয়াংচুকের সঙ্গে 'ইতিবাচক' আলোচনা মোদীর
ভারত-ভুটান রেল সংযোগ করতে সম্মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজা ওয়াংচুক।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 7:18 AM

নয়া দিল্লি: রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত-ভুটান। সোমবার ভুটানের রাজা (Bhutan king) জিগমি খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বৈঠকের পর দুই দেশের মধ্যে রেলপথে সংযুক্তিকরণের বিষয়টি সুনিশ্চিত হয়েছে। এবার ভারত-ভুটান রেল সংযোগের (India-Bhutan rail connectivity) জন্য স্থান নির্বাচন করতে শীঘ্রই সমীক্ষা শুরু হবে। রেলপথের জায়গা খুঁজতে সমীক্ষা করার ব্যাপারে ভুটানের রাজা সম্মত হয়েছেন।

সোমবার নয়া দিল্লিতে আসেন ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। দু-পক্ষের মধ্যে একপ্রস্থ বৈঠকও হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ এবং ইতিবাচক আলোচনা করেছি। ভুটানের পাশে থাকার বার্তা দিয়ে ভুটানের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য দৃষ্টি প্রসারিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার বিষয়ে দু-পক্ষই সম্মত হয়েছেন। এছাড়া অসমের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেকপয়েন্ট খোলার ব্যাপারেও আলোচনা হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য-পরিকাঠামো, ব্যবসা ও মিউচ্যুয়ালে বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি, এমনকি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয় নিয়েও ভুটানের রাজার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক ৮ দিনের সফরে ভারতে এসেছেন। গত ৩ নভেম্বর তিনি প্রথম গুয়াহাটি আসেন। সেখান থেকে সোমবার নয়া দিল্লিতে আসেন তিনি।