PM Narendra Modi: দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল, কাদের কৃতিত্ব দিলেন মোদী?

Agni-5 Missile: ১১ মার্চ, সোমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। যার নাম, মিশন দিব্যাস্ত্র। এই প্রকল্পে মহিলাদের যথেষ্ট অবদান রয়েছে। এই প্রকল্পের পরিচালক এক মহিলা। এবং উল্লেখযোগ্য মহিলাদের অবদান রয়েছে। এদিন মিশন দিব্যাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে ভারত MIRV ক্ষমতা সম্পন্ন দেশগুলির গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হল।

PM Narendra Modi: দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল, কাদের কৃতিত্ব দিলেন মোদী?
অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 11, 2024 | 8:05 PM

নয়া দিল্লি: ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরও এক সাফল্য পেল ভারত। ১১ মার্চ, সোমবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। পরীক্ষামূলক এই সফল উৎক্ষেপণের পরই DRDO বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এটির নাম দেওয়া হয়েছে মিশন দিব্যাস্ত্র। এই উৎক্ষেপণের পরই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) বিজ্ঞানীদের জন্য গর্ব অনুভব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। DRDO বিজ্ঞানীদের প্রশংসা করে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “মিশন দিব্যাস্ত্র-এর জন্য DRDO বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল (MIRV) প্রযুক্তি সহ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হল।”

মিশন দিব্যাস্ত্র প্রকল্পে মহিলাদের যথেষ্ট অবদান রয়েছে। এই প্রকল্পের পরিচালক এক মহিলা। এবং উল্লেখযোগ্য মহিলাদের অবদান রয়েছে। এদিন মিশন দিব্যাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে ভারত MIRV ক্ষমতা সম্পন্ন দেশগুলির গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হল।

জানা গিয়েছে, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি দেশীয় অ্যাভিওনিক্স সিস্টেম এবং উচ্চ নির্ভুলতা সেন্সর প্যাকেজ বিশিষ্ট, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু আক্রমণ করতে একাধিক অভিমুখে যেতে সক্ষম। এটি ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত দক্ষতার একটি নির্দেশক।