Heat Wave: প্রচণ্ড গরম মোকাবিলায় কীভাবে প্রস্তুত থাকতে হবে, পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী

PM Narendra Modi: এবার যেহেতু ভোট। এপ্রিলের পর গোটা মে মাসজুড়ে সাত দফায় ভোট চলবে দেশে। ফলে সেদিকটাও মাথায় রেখেই প্রস্তুতি সারতে চাইছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। আর সে কারণেই ভোটের আবহে এমন গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজধানীতে।

Heat Wave: প্রচণ্ড গরম মোকাবিলায় কীভাবে প্রস্তুত থাকতে হবে, পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Follow Us:
| Updated on: Apr 12, 2024 | 2:05 AM

নয়াদিল্লি: এপ্রিলের গরমে পুড়ছে দেশের একাধিক রাজ্য। এখনও মে-জুন বাকি। প্রতি বছরই এই সময় তাপপ্রবাহ একটা বড় উদ্বেগের কারণ হয়। এবার আবার এই গরমে ভোটও। প্রাকৃতিক এই চ্যালেঞ্জকে সামাল দিতে কতটা প্রস্তুতি রয়েছে, তা দেখতে বৃহস্পতিবার দিল্লিতে এক বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র, রাজ্য, জেলাস্তরে সমস্ত বিভাগকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। দিল্লিতে এই বৈঠক হয়। এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইএমডির প্রতিনিধি এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা।

এ বছর মার্চেই চাঁদিফাটা গরমে পুড়েছে মহারাষ্ট্র, গুজরাট। তাপপ্রবাহ না হলেও, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। রাজকোটে মার্চেই ৪০ ডিগ্রি পার করে গিয়েছিল। মুম্বইয়ের সান্তাক্রুজের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থেকেছে। এপ্রিলে তা ঊর্ধ্বমুখীই।

প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগকে বিশেষভাবে প্রস্তুতি রাখতে বলেছেন। প্রয়োজনীয় ওষুধ, আইস প্যাক, ওআরএস, পানীয় জলের যাতে অভাব না হয়, সেদিকে যে নজর রাখতে হবে স্পষ্ট করে দেন নমো।

এই গরম নিয়ে প্রতিবারই টেলিভিশন, রেডিয়ো এবং সোশাল মিডিয়ার মতো সমস্ত প্ল্যাটফর্মে বিশেষ করে আঞ্চলিক ভাষায় প্রয়োজনীয় প্রচারে জোর দেওয়া হয়। এবারও তা করা হবে। এবার যেহেতু ভোট। এপ্রিলের পর গোটা মে মাসজুড়ে সাত দফায় ভোট চলবে দেশে। ফলে সেদিকটাও মাথায় রেখেই প্রস্তুতি সারতে চাইছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। আর সে কারণেই এদিন উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।