PM Narendra Modi: ‘শিক্ষক’ মোদী, ‘পড়ুয়া’ বিজেপির বুথ কর্মীরা, বিদেশ সফর থেকে ফিরেই দলকে কোন পাঠ দেবেন?
Madhya Pradesh Assembly Election 2023: বিজেপির তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ১০ লক্ষ বুথের ৩ হাজারেরও বেশি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্য়মে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী। এই সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলার বিজেপি কর্মীরাও।
নয়া দিল্লি: সদ্য মার্কিন সফর থেকে ফিরেছেন। এবার ঝুলি ভর্তি কর্মসূচি নিয়ে রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। আগামিকাল, ২৭ জুন মধ্য প্রদেশ (Madhya Pradesh) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কার্ড বিতরণ করবেন তিনি। পাশাপাশি দেশজুড়ে বিজেপির ১০ লক্ষ বুথের কর্মী ও নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনগুলিকে মাথায় রেখে কীভাবে দলের সংগঠন মজবুত করা যায়, তার পাঠ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন ও মিশর সফর থেকে দেশে ফেরার পর এটাই প্রধানমন্ত্রীর কোনও রাজ্য সফর হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামিকাল, ২৭ জুন মধ্য প্রদেশের ভোপালে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শোয়ের মাধ্যমেই মধ্য প্রদেশে বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের শুরু করতে পারেন মোদী। পাশাপাশি তিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের মধ্য়ে কার্ড বিতরণ করবেন। শাহদোলে বীরাঙ্গনা দুর্গাবতী যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।