PM Narendra Modi in Agro Summit: প্রাকৃতিক কৃষিকাজের উপকারিতা বোঝাবেন প্রধানমন্ত্রী, শুনবেন কৃষকদের সমস্যার কথাও

PM Narendra Modi to talk to Farmers: প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানানো হয়েছে, প্রাকৃতিক চাষ ও কৃষকদের উপরই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন।

PM Narendra Modi in Agro Summit: প্রাকৃতিক কৃষিকাজের উপকারিতা বোঝাবেন প্রধানমন্ত্রী, শুনবেন কৃষকদের সমস্যার কথাও
উত্তর প্রদেশে নয়া প্রকল্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 8:21 AM

নয়া দিল্লি: সদ্য ইতি পড়েছে দীর্ঘ ১৫ মাসের কৃষক আন্দোলনে (Farmers Protest)। দেশের কৃষকদের একাংশের দাবি মেনেই তিনটি কৃষি আইন প্রত্য়াহার করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। এবার কৃষকদের মনের কথা জানতে, সরাসরি তাদের সঙ্গেই কথা বলবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গুজরাট(Gujarat)-র আনন্দে আয়োজিত কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের জাতীয় সম্মেলনে (National Summit on Agro and Food Processing)  ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে জানানো হয়েছে, প্রাকৃতিক চাষ ও কৃষকদের উপরই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। কীভাবে প্রাকৃতিক চাষ করতে হয়, তা থেকে শুরু করে এই চাষের লাভ কী, সমস্ত কিছুই কৃষকদের বোঝানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই পথ অনুসরণ করেই চলছে কেন্দ্র, এমনটাই জানানো হয়েছে বিবৃতিতে। এদিনের অনুষ্ঠানে কৃষকদের কল্যাণ ও তাঁদের আয় বাড়ানোর বিষয়েও কথা বলবেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন।

বিবৃতিতে বলা হয়েছে, “ফসলের যাতে সর্বাধিক উৎপাদন হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে সর্বাধিক আয় করতে পারে, তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কৃষিক্ষেত্রে পরিবর্তন ও কৃষকের আয় বৃদ্ধির জন্য।”

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃষকদের পাশে দাঁড়ানোই সম্মেলনের মূল উদ্দেশ্য। উৎপাদন বাড়াতে তাঁদের সবরকম সহযোগিতা করা হবে। জিরো বাজেটের প্রাকৃতিক চাষ, আগামিদিনে বিশেষ জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে। এই  চাষ সম্পর্কেই নানা তথ্য তুলে ধরা হবে কৃষকদের সামনে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের চাষ, কৃষকদের প্রযুক্তি উপর নির্ভরতা কমিয়ে দেবে। একইসঙ্গে চাষের খরচও কমিয়ে দেবে, উন্নতি হবে মাটিরও।

প্রাকৃতিক চাষের ওপর জোর দেওয়ার জন্য গুজরাট সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণে জাতীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। ১৪ ডিসেম্বর শুরু হয়েছে এই সম্মেলন। চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনের অনুষ্ঠানের শেষ দিনেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণের এই সম্মেলনে দেশের পাঁচ হাজারেরও বেশি কৃষক যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এদিনের অনু্ষ্ঠানে সমস্ত কৃষকরাও উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে , এদিনের অনুষ্ঠানে কৃষকদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাকৃতিক চাষ নিয়ে আলোচনার পাশাপাশি কৃষকরা তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারবেন প্রধানমন্ত্রী মোদীকে। একই সঙ্গে তাঁদেরও প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।