PM Narendra Modi: এবারের জি-২০ সামিট নতুন দিশা দেখাবে: মোদী

G-20 Summit: এবারের জি-২০ থিম উল্লেখযোগ্য। পদ্মের উপর গ্লোবের নীচে লেখা রয়েছে, 'বসুদেব কুটুম্বকম', যার অর্থ- গোটা পৃথিবী আমাদের অতিথি। এর নীচে লেখা, 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।' অর্থাৎ গোটা বিশ্বের সঙ্গে একতার বার্তা দেওয়া হচ্ছে।

PM Narendra Modi: এবারের জি-২০ সামিট নতুন দিশা দেখাবে: মোদী
জি-২০ সামিট সফল হওয়ার ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 8:14 PM

নয়া দিল্লি: রাত পোহালেই ‘ভারত মণ্ডপম’-এ বসছে জি-২০ শীর্ষ সম্মেলন (G-20 Summit)। ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান-সহ বিদেশি অতিথিরা দিল্লিতে এসে পৌঁছেছেন। রাতেই মার্কিন প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জি-২০ সামিটের লক্ষ্য নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী স্বয়ং (PM Narendra Modi)।

টুইটারে কী লিখেছেন প্রধানমন্ত্রী?

জি-২০ সামিটের উদ্দেশ্য সফল হওয়ার ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে সেকথা তুলে ধরে প্রধানমন্ত্রী লিখেছেন, “আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নয়াদিল্লির আইকনিক ভারত মণ্ডপম-এ ১৮ তম জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে পেরে ভারত আনন্দিত। ভারতের আয়োজন করা জি-২০ শীর্ষ সম্মেলন এটাই প্রথম। আগামী দু-দিনে বিশ্ব নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছি আমি।”

এই জি-২০ সামিট গোটা বিশ্বকে এক দিশা দেখাবে বলেও টুইটের শেষে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, “আমার দৃঢ় বিশ্বাস যে, নয়া দিল্লির জি-২০ শীর্ষ সম্মেলন মানবকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একটি নতুন পথ দেখাবে।”

প্রসঙ্গত, ১৮ তম জি-২০ সামিটকে সফল করতে ত্রুটির খামতি রাখেনি নরেন্দ্র মোদীর সরকার। এই সামিটকে ফলপ্রসূ করতে চলতি বছরের গোড়া থেকেই বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যা তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ হল, এবারের জি-২০ থিম উল্লেখযোগ্য। পদ্মের উপর গ্লোবের নীচে লেখা রয়েছে, ‘বসুদেব কুটুম্বকম’, যার অর্থ- গোটা পৃথিবী আমাদের অতিথি। এর নীচে আবার লেখা রয়েছে, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’ অর্থাৎ গোটা বিশ্বের সঙ্গে একতার বার্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে, বিদেশি অতিথিদের আপ্যায়নে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেজে উঠেছে ভারত মণ্ডপম-সহ সমগ্র রাজধানী।