Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ৯৫ শতাংশই রোদে দাঁড়িয়ে, ঝাড়খণ্ডে ছোট প্যান্ডেল নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর

PM Modi in Jharkhand: ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, "এখন জেএমএমের অর্থ হল জম কার খাও। লুটেপুটে খাওয়া হচ্ছে রাজ্যে। কংগ্রেস ও জেএমএম-দুই দলই ঝাড়খণ্ডের আদিবাসীদের শুধু ভোট ব্যাঙ্ক মনে করে।"

PM Narendra Modi: ৯৫ শতাংশই রোদে দাঁড়িয়ে, ঝাড়খণ্ডে ছোট প্যান্ডেল নিয়ে ক্ষোভ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Mar 01, 2024 | 3:30 PM

নয়া দিল্লি: ছোট প্যান্ডেল। অধিকাংশ মানুষই দাঁড়িয়ে চড়া রোদে। ঝাড়খণ্ডের সভায় আগত কর্মী-সমর্থকদের কাছে এর জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের এই আত্মত্যাগ বিফলে যাবে না বলেই জানান প্রধানমন্ত্রী মোদী।

এ দিন বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ঝাড়খণ্ডের ধানবাদে সভা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সভাস্থল ছোট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঞ্চে উঠেই তিনি বলেন, “খুব ছোট প্যান্ডেল করা হয়েছে। কেবলমাত্র পাঁচ শতাংশ কর্মী-সমর্থকরাই প্যান্ডেলের ভিতরে দাঁড়াতে পারছেন, বাকিরা রোদে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের দেখে আমার খারাপ লাগছে। তবে আমি বলছি, আপনাদের এই তপস্যা নিষ্ফল হবে না।”

ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “এখন জেএমএমের অর্থ হল জম কার খাও। লুটেপুটে খাওয়া হচ্ছে রাজ্যে। কংগ্রেস ও জেএমএম-দুই দলই ঝাড়খণ্ডের আদিবাসীদের শুধু ভোট ব্যাঙ্ক মনে করে। ওরা ঝাড়খণ্ডের যুব সম্প্রদায়কে এগিয়ে যেতে দেবে না, কারণ এরা শুধু নিজেদের পরিবারের কথা ভাবে।”

তিনি আরও বলেন, “ওরা যেখানে পরিবারতন্ত্র ও নিজেদের সন্তানদের নিয়ে চিন্তিত, সেখানেই মোদী আপনাদের ও আপনাদের পরিবারের চিন্তা করে। আপনারাই আমার পরিবার ও সন্তান। দেশের বিশ্বাস রয়েছে মোদীর গ্যারান্টির উপরে, সেই কারণেই ৪০০ পারের স্লোগান দিচ্ছি আমরা।”

এ দিন ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এর মধ্যে ধানবাদে  ৮৯০০ কোটি টাকা খরচ করে সারের প্ল্যান্ট, হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেড তৈরি করা হবে।